অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ কাকে বলে? অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ কী ? অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলতে কী বোঝ ?

অ্যানালার গ্রেড পদার্থ:

রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলাে মধ্যে যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। যদি কোনাে পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব হয় না তখন এই 99% বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলে। 

Leave a Comment

error: Content is protected !!