আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ (Hydrolysis) বিক্রিয়া কাকে বলে?

আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ (Hydrolysis) বিক্রিয়া:

কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনাে যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। অথবা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ পানির দ্বারা বিশ্লেষিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন:সিলিকন ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে Si(OH)4 ও HCl উৎপন্ন করে।

SiCl4 + 4H2O  →  Si(OH)4 + 4HCl

এখানে যেহেতু SiCl4 এবং H2O বিক্রিয়া করে Si(OH)4 ও HCl উৎপন্ন করে।। অতএব, এটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। 

 

নিচের বিক্রিয়াগুলো কোন ধরণের বিক্রিয়া তা ব্যাখ্যা করো । দেখাও যে নিচের বিক্রিয়াগুলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ (Hydrolysis) বিক্রিয়া।

AlCl3(s) + 3H2O(l)  →  Al(OH)3(s) + 3HCl(aq)

CH3COOC2H5 + H2O → C2H5OH + CH3COOH  

বা CH3COOCH2CH3 + H2O → C2H5OH + CH3COOH 

Leave a Comment

error: Content is protected !!