একমুখী বিক্রিয়া কাকে বলে ? একমুখী বিক্রিয়া বলতে কী বোঝ? একমুখী বিক্রিয়া কী?

যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলাে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলাে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। 

খোলা পাত্রে  ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কঠিন চুনগ্যাসীয় কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়। 

CaCO3 (s) CaO (s) + CO2(g)

গ্যাসীয় কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়া পাত্র থেকে অপসারিত হয়। এ অবস্থায় কঠিন চুন পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না। সুতরাং এটি একটি একমুখী বিক্রিয়া। 

Leave a Comment

error: Content is protected !!