২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস । এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস 2022

এসএসসি সংক্ষিপ্ত পরীক্ষার সিলেবাস ২০২২ :

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণিতে অধ্যয়নরত তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড( NCTB ) এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ প্রকাশ করেছে । এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস 2022 এর প্রতিটি বিষয় আলাদা আলাদা করে বিষয় কোডসহ ডাউনলোড লিংক এন্ড view link দেওয়া হলো: 

২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : ssc short syllabus 2022 এ সকল বিভাগ অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক  বিভাগের সকল বিষয় ( ৩০টি বিষয়, ১ম পত্র, ২য় পত্রসহ ৩২ টি) অন্তর্ভুক্ত আছে।

2022 সালের এসএসসি পরীক্ষার নতুন সিলেবাসে ১৫০ দিন ক্লাস রেখে মূল সিলেবাসের ৪০% কমিয়ে ৬০% রাখা হয়েছে।

একসাথে সবগুলো বিষয়ের PDF এবং  ডাউনলোড লিংক

বিষয়ের নাম: বিষয় কোড  সংক্ষিপ্ত সিলেবাস VIEW AND PDF DOWNLOAD LINK
বাংলা প্রথম পত্র ১০১ বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
বাংলা দ্বিতীয় পত্র  ১০২ বাংলা দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
ইংরেজি প্রথম পত্র ১০৭ ইংরেজি প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
ইংরেজি দ্বিতীয় পত্র ১০৮ ইংরেজি দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
গণিত  ১০৯ গণিত সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
রসায়ন

 

 

১৩৭ রসায়নসংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
উচ্চতর গণিত  ১২৬ উচ্চতর গণিত সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
পদার্থ বিজ্ঞান ১৩৬ পদার্থ বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১০ জীববিজ্ঞান ১৩৮ জীববিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১১ বাংলাদেশ ও বিশ্বপরিচয়  ১৫০ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১২ বিজ্ঞান ১২৭ বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৩ অর্থনীতি  ১৪১ অর্থনীতি সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৪ পৌরনীতি ও নাগরিকতা  ১৪০ পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৫ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫৩ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৬ ভূগোল ও পরিবেশ  ১১০ ভূগোল ও পরিবেশ সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৭ হিসাব বিজ্ঞান  ১৪৬ হিসাব বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৮ ব্যাবসায় উদ্যোগ ১৫৩ ব্যাবসায় উদ্যোগ সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
১৯ ফিনান্স ও ব্যাংকিং ১৫২ ফিনান্স ও ব্যাংকিং সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২০ কৃষি শিক্ষা ১৩৪ কৃষি শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২১ গার্হস্থ্য বিজ্ঞান ১৫১ গার্হস্থ্য বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD

 

২২ চারু ও কারুকলা ১৪৮ চারু ও কারুকলা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৩ ক্যারিয়ার শিক্ষা ১৫৬ ক্যারিয়ার শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৪ শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান  ও খেলাধুলা ১৪৭ শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান  ও খেলাধুলা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৫ ইসলাম ও নৈতিক শিক্ষা ১১১ ইসলাম ও নৈতিক শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৬ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ১১২ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৭ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ১১৪ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষাসংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৮ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ১১৩ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষাসংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
২৯ আরবি ১২১ আরবিসংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
৩০ সংস্কৃত  ১২৩ সংস্কৃত সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
৩১ পালি ১২৪ পালি সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD
৩২ সংগীত ১৪৯ সংগীত সংক্ষিপ্ত সিলেবাস PDF DOWNLOAD

2022 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস pdf download

২০২২ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত  সিলেবাস ( গদ্যাংশ):

কেভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি(এসএসসি শর্ট সিলেবাস ২০২২) বিষয়: বাংলা  পত্র: প্রথম  বিষয় কোডঃ ১০১ পূর্ণ নম্বর: ১০০ তত্ত্বীয় নম্বর: ১০০  ব্যবহারিক নম্বর: ০০             

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম বিষয়বস্তু (পাঠ ও পাঠের শিরােনাম)
১.গদ্য (গল্প)   সুভা –রবীন্দ্রনাথ ঠাকুর
২.গদ্য (প্রবন্ধ)        বইপড়া–প্রমথ চৌধুরী 
৩.গদ্য (গল্প)     আমি আঁটির ভেঁপু–বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪.গদ্য (প্রবন্ধ)       মানুষ মুহম্মদ (স.)–মােহাম্মদ ওয়াজেদ আলী
৫.গদ্য (গল্প)  নিমগাছ–বনফুল
৬.গদ্য (প্রবন্ধ)      শিক্ষা ও মনুষ্যত্ব–মােতাহের হােসেন চৌধুরী
৭.গদ্য (ভ্রমণ কাহিনি)     প্রবাস বন্ধু–  সৈয়দ মুজতবা আলী
৮.গল(গল্প) মমতাদি –মানিক বন্দ্যোপাধ্যায়
৯.গদ্য (স্মৃতিচারণমূলক রচনা)  একাত্তরের দিনগুলি–জাহানারা ইমাম
১০.গদ্য (প্রবন্ধ)    সাহিত্যের রূপ ও রীতি–হায়াৎ মামুদ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস বাংলা প্রথম পত্র( কবিতাংশ):

১) বঙ্গবাণী- আবদুল হাকিম ২) কপােতাক্ষ নদ -মাইকেল মধুসূদন দত্ত ৩) জীবন-সঙ্গীত- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৪) মানুষ-কাজী নজরুল ইসলাম ৫) সেই দিন এই মাঠ- জীবনানন্দ দাশ ৬) পল্লিজননী – -জসীমউদ্দীন ৭) রানার- সুকান্ত ভট্টাচার্য ৮) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা -শামসুর রাহমান ৯) আমারপরিচয়-সৈয়দ শামসুল হক ১০) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলাে- নির্মলেন্দু গুণ

সহপাঠ( উপন্যাস) –   কাকতাড়ুয়া -সেলিনা হােসেন

সহপাঠ( নাটিকা )বহিপীর-সৈয়দ ওয়ালিউল্লাহ

২০২২ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস এ বাংলা প্রথম পত্র এর জন্য ৭৫ টি ক্লাস ধার্য করা হয়েছে। মানবণ্টন : প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে।                      

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ বাংলা ১ম পত্র সরাসরি ডাউনলোড 

এসএসসি পরীক্ষার ২০২২ বাংলা দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত  সিলেবাস: 

বিষয়: বাংলা  পত্র: দ্বিতীয়  বিষয় কোডঃ ১০১ পূর্ণ নম্বর: ১০০ তত্ত্বীয় নম্বর: ১০০  ব্যবহারিক নম্বর: ০০  মানবণ্টন : প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে। 

ব্যাকরণ ও নির্মিতি অংশ:

দ্বিতীয় অধ্যায়:

(প্রথম পরিচ্ছেদ) → ধ্বনিতত্ত্ব, (দ্বিতীয় পরিচ্ছেদ) → ধ্বনির পরিবর্তন, (চতুর্থ পরিচ্ছেদ)→ সন্ধি

তৃতীয় অধ্যায়:

(দ্বিতীয় পরিচ্ছেদ)→দ্বিরুক্ত শব্দ, (তৃতীয় পরিচ্ছেদ)→ সংখ্যাবাচক শব্দ, (পঞ্চম পরিচ্ছেদ)→পদাশ্রিত নির্দেশক, (ষষ্ঠ পরিচ্ছেদ)→ সমাস,(সপ্তম পরিচ্ছেদ)→ উপসর্গ, (নবম পরিচ্ছেদ)→কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলোচনা,(দশম পরিচ্ছেদ)→তদ্ধিত প্রত্যয়, (একাদশ পরিচ্ছেদ) →শব্দের শ্শ্রেণিবিন্যাস

চতুর্থ অধ্যায়:

(প্রথম পরিচ্ছেদ)→পদ প্রকরণ, (দ্বিতীয় পরিচ্ছেদ) → ক্রিয়াপদ, (সপ্তম পরিচ্ছেদ) →কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, (অষ্টম পরিচ্ছেদ)  →অনুসর্গ কর্মপ্রবচনীয় শব্দ

পঞ্চম অধ্যায়:

(প্রথম পরিচ্ছেদ) →বাক্য প্রকরণ, (দ্বিতীয় পরিচ্ছেদ)→শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, (তৃতীয় পরিচ্ছেদ) → বাচ্য এবং বাচ্য পরিবর্তন, (চতুর্থ পরিচ্ছেদ)→ উক্তি পরিবর্তন, (ষষ্ঠ পরিচ্ছেদ)→বাক্যের শ্রেণীবিভাগ

নির্মিতি অংশ:

সারাংশ ও সারমর্ম লিখন, ভাবসম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন তৈরি, প্রবন্ধ রচনা

বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস 2022 পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি complete করার জন্য সংক্ষিপ্ত  সিলেবাসকে ৫০ টি ক্লাস ভাগ করা হয়েছে ।

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা ১ম পত্র সরাসরি ডাউনলোড

 

ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস এস এস সি ২০২২:

Revised syllabus for SSC examination 2022 due to COVID-19 pandemic :

Subject: English 1st Paper   Subject Code: 107

English For Today  বই থেকে ৭টি unit নেওয়া হয়েছে। এস এস সি ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস ইংরেজি ১ম পত্রের unit ৭টি নিচে দেওয়া হলো:

Chapters and titles of the lessons:

1. (Unit Three) Events and Festivals, 2. (Unit Four)  Are We Aware? 3. (Unit Five) Nature and Environment, 4. (Unit Seven) People Who Stand Out, 5. (Unit Ten)  Dreams, 6. (Unit Eleven) Renewable Energy, 7. (Unit Twelve)  Roots

Unseen Passage: 

Information transfer, Summarizing, Matching

Writing:

Writing a paragraph answering questions,  Completing a story, Emails, Writing dialogue

২০২২ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস complete করার জন্য ক্লাস রাখা হয়েছে ৭৫ টি ।

ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস এস এস সি ২০২২

 

ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ এসএসসি পরীক্ষা সরাসরি ডাউনলোড 

Revised Marks Distribution of English 2nd paper due to COVID 19 Pandemic

করোনা ভাইরাস(কোভিড ১৯) মহামারির কারণে এসএসসি পরীক্ষার ২০২২ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে (English 2nd Paper) ইংরেজি ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস:

 Subject: English 2nd Paper      Subject Code: 108

Chapter and Title of the lessons:

Grammar Part:

  1. Gap filling activities without clues ( to test prepositions, articles, zero articles);
  2. Gap filling (cloze test*) with clues ( to test vocabulary in general)

(*A  Cloze Test is also a gap-filling activity with recurring gaps at regular intervals at the 5th or 6th or 7th or 8th or 9th word.)

  1. Substitution table 
  2. Right forms of verbs 
  3. Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)
  4. Completing sentences(Using conditionals, gerund, infinitive, participle)
  5. Use of suffix and prefix; 
  6. Tag questions; 
  7. Punctuations;

Writing Part: 

  1. Writing a CV with a cover letter
  2. Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests, etc.)
  3. Writing paragraphs:

ইংরেজি ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস এস এস সি ২০২২ সরাসরি ডাউনলোড করতে নিচের এস এস সি ২০২২ ইংরেজি ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস PDF লেখা থেকে সরাসরি ডাউনলোড করুন।

সরাসরি ডাউনলোড এস এস সি ২০২২ ইংরেজি ২য় পত্র সংক্ষিপ্ত সিলেবাস

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসে  প্রকাশিত ইংরেজি  দ্বিতীয়  পত্র সংক্ষিপ্ত সিলেবাস

Only for SSC Exam 2022      Total Marks: 100               Grammar (60 marks)

  1. Gap filling activities without clues ( to test prepositions, articles, zero articles)  0.5 x10=5
  2. Gap filling(cloze test) without clues (to test vocabulary in general)                   0.5 x10=5
  3. Substitution table                                                                                                1 x6=6
  4. Right forms of verbs                                                                                            1×10=10
  5. Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)                                               1×10=10

6.Completing sentences ( Conditionals, infinitives, gerunds, Participles)                        1 x 5=5 

  1. Use of suffix and prefix                                                                                        0.5×14=7                                                                                                                          
  2. Tag questions                                                                                                      1 x 7= 7 
  3. Punctuations                                                                                                        0.5 x10=5

Composition (40 marks)

  1. Writing CV with cover letter                                                                                                       15
  2. Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests, etc. 10
  3. Writing paragraph                                                                                                                      15

এসএসসি পরীক্ষা ২০২২ গণিত সংক্ষিপ্ত  সিলেবাস: 

বিষয়: গণিত   বিষয় কোডঃ ১০৯ পূর্ণ নম্বর: ১০০ তত্ত্বীয় নম্বর: ১০০  ব্যবহারিক নম্বর: ০০  মানবণ্টন : প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা-১০০

এস এস সি গণিত সংক্ষিপ্ত সিলেবাসে নিচের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্বিতীয় অধ্যায় → সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় →  বীজ গাণিতিক রাশি, চতুর্থ অধ্যায়→ সূচক ও লগারিদম, সপ্তম অধ্যায়→  ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়→  বৃত্ত, নবম অধ্যায়→  ত্রিকোমিতিক অনুপাত; ত্রেয়োদশ অধ্যায়→  সসীম ধারা, ষোড়স অধ্যায় → পরিমিতি, সপ্তদশ অধ্যায়→ পরিসংখ্যান

 এস এস সি গণিত সংক্ষিপ্ত সিলেবাস সরাসরি ডাউনলোড 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষিপ্ত  সিলেবাস এসএসসি পরীক্ষা ২০২২ 

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি   বিষয় কোডঃ ১৫৪  পূর্ণ নম্বর: ৫০ তত্ত্বীয় নম্বর: ২৫ ব্যবহারিক নম্বর: ২৫  মানবণ্টন : প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা-৫০

এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে তত্ত্বীয় ও  ব্যবহারিক পরীক্ষার জন্য নিচের অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ।

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:( ssc short syllabus 2022)

প্রথম অধ্যায় → তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায় → কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, তৃতীয় অধ্যায় → আমার শিক্ষায় ইন্টারনেট, চতুর্থ অধ্যায় → আমার লেখালেখি ও হিসাব, পঞ্চম অধ্যায় → মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স (আংশিক);

ব্যবহারিক বিষয়গুলো ২০২২ সালের এস এস সি সংক্ষিপ্ত সিলেবাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিম্নরূপ:

১. সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন।

২. সফটওয়্যার ডিলিট ইউনিক পাসওয়ার্ড তৈরি ।

৩. সাধারণ ট্রাবলশুটিং ।

৪. টেবিল বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণি যোগ করা, ছবি যোগ করা, বর্ডার যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ণয়ের নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান পরীক্ষা ও সংশোধন ।

৫. স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা।

৬. প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট লাইট তৈরি উপস্থাপন।

এসএসসি ২০২২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড 

 

কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এস.এস.সি রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস

বিষয়: রসায়ন   বিষয় কোড: ১৩৭  পূর্ণনম্বর: ১০০   ত্বত্তীয় নম্বর : ৭৫    ব্যবহারিক: ২৫

সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:(SSC 2022 short syllabus)

প্রথম অধ্যায়: রসায়নের ধারণা , দ্বিতীয় অধ্যায়: পদার্থের অবস্থা , তৃতীয় অধ্যায়: পদার্থের গঠন, চতুর্থ অধ্যায়: পর্যায় সারণি, পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন , ষষ্ঠ অধ্যায়: মোলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় :  রাসায়নিক বিক্রিয়া, একাদশ অধ্যায় : খনিজ সম্পদ: জীবাশ্ম   

এস.এস.সি রসায়ন বিষয়ের সকল অধ্যায়ের  প্রশ্ন -উত্তর 

ব্যবহারিক তালিকা:

১) বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা ।

২) ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। 

৩) সোডিয়াম ক্লোরাইড/ফেরাস সালফেট লবণের কেলাস গঠন।

৪) দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। 

৫) তুঁতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ।

৬) কার্বনেট লবণের সঙ্গে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা । 

[ মান বন্টন প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। ]

২০২২ সালের এস.এস.সি রসায়ন সংক্ষিপ্ত সিলেবাস

 

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস উচ্চতর গণিত

বিষয় : উচ্চতর গণিত       বিষয় কোড : ১২৬  পূর্ণমান : ১০০     ত্বত্তীয়মান : ৭৫      ব্যবহারিক : ২৫

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:( উচ্চতর গণিত পূর্ণবিন্যাসকৃত পাঠসূচি)

দ্বিতীয় অধ্যায় :  বীজগণিতীয় রাশি, তৃতীয় অধ্যায় :   জ্যামিতি , সপ্তম অধ্যায় : অসীম ধারা, অষ্টম  অধ্যায় : ত্রিকোণমিতি , নবম  অধ্যায় : সূচকীয় লগারিদম ও ফাংশন , দশম অধ্যায় : দ্বিপদী  বিস্তৃতি , একাদশ অধ্যায় : স্থানাঙ্ক  জ্যামিতি , চতুর্দশ অধ্যায় : সম্ভাবনা

ব্যবহারিক তালিকা : উচ্চতর গণিত সংক্ষিপ্ত সিলেবাস:

১. পূর্ণসংখ্যা n এর জন্য( \frac{n \pi }{2} \pm \Theta )কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ; যেখানে 0 < \Theta < \frac{ \pi }{2}

২. ফাংশনসমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়। 

৩. সূচকীয়, লগারিদমীয় ও পরমমান ফাংশনসমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়। 

৪. বাহুর দৈর্ঘ্য ও বিন্দুপাতনের মাধ্যমে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। 

মান বন্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে । সর্বোচ্চ ক্লাস সংখ্যা  : ৭৫ 

উচ্চতর গণিত সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ২০২২ ডাউনলোড 

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (Pdf)পদার্থ বিজ্ঞান

বিষয় : পদার্থ বিজ্ঞান        বিষয় কোড : ১৩৬     পূর্ণ নম্বর : ১০০       ত্বত্তীয় নম্বর : ৭৫      ব্যাবহারিক নম্বর : ২৫  [মান বন্টন প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে।]

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:(পদার্থ বিজ্ঞান পূর্ণবিন্যাসকৃত পাঠসূচি)

প্রথম অধ্যায় : ভৌত রাশি  এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায়: গতি , তৃতীয় অধ্যায় : বল , চতুর্থ অধ্যায় : কাজ  ক্ষমতা  ও  শক্তি , পঞ্চম অধ্যায়  : পদার্থের  অবস্থা  ও  চাপ , সপ্তম অধ্যায় : তরঙ্গ  ও  শব্দ , অষ্টম অধ্যায়: আলোর  প্রতিফলন , একাদশ অধ্যায়: চল  বিদ্যুৎ 

ব্যাবহারিকের তালিকা :পদার্থ বিজ্ঞান এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

১. স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা। 

২. স্ক্র্যুগজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে তার আয়তন বের করা। 

৩. ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা। 

৪. শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। 

৫. কঠিন বস্তুর ঘনত্ব বের করা। 

সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫

২০২২ সালের এস.এস.সি পদার্থ বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস

 

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ জীববিজ্ঞান

বিষয় : জীববিজ্ঞান বিষয় কোড : ১৩৮  পূর্ণ নম্বর : ১০০   ত্বত্তীয়মান : ৭৫  ব্যাবহারিক : ২৫     মানবণ্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। সর্বোচ্চ ক্লাস সংখ্যা : ৭৫

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:( জীববিজ্ঞান পূর্ণবিন্যাসকৃত পাঠসূচি)

প্রথম অধ্যায় : জীবনপাঠ , দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু , চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি, পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক , ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন , অষ্টম অধ্যায় :রেচন প্রক্রিয়া , একাদশ অধ্যায় : জীবের প্রজনন , দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন 

ব্যাবহারিকের তালিকা:  জীববিজ্ঞান পূর্ণবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস:

১। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজের কোষ) ও প্রাণী কোষ (অ্যামিবা) পর্যবেক্ষণ কর। 

২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। 

৩। শ্বসন পক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। 

৪। কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। 

৫। উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। 

৬। বিশ্রামরত ও শরীরচর্চার পর ৩ জন ব্যাক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয়। | 

৭। আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। 

২০২২ সালের এস.এস.সি  জীববিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 

বিষয় : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়      বিষয় কোড :  ১৫০     পূর্ণমান : ১০০    ত্বত্তীয় নম্বর : ১০০      ব্যাবহারিক : ০০         সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫  মানবণ্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে।

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:( বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পূর্ণবিন্যাসকৃত পাঠসূচি)

প্রথম অধ্যায়  : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান [ ৯৪৭-১৯৭০]

দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ  

চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু 

পঞ্চম অধ্যায়  : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ। 

ষষ্ঠ অধ্যায়      : রাষ্ট্র, নাগরিকতা ও আইন। 

নবম অধ্যায়    : বাংলাদেশ ও জাতিসংঘ। 

দশম অধ্যায়  : টেকসই উন্নয়ন  অভীষ্ট [ এস ডিজি ]

একাদশ অধ্যায় : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। 

ষোড়শ অধ্যায় : বাংলাদেশের  সামাজিক সমস্যা ও এর প্রতিকার। 

০২২ সালের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান  সিলেবাস 

বিষয় : বিজ্ঞান       বিষয় কোড : ১২৭ পূর্ণ নম্বর : ১০০ ত্বত্তীয়মান : ১০০  ব্যাবহারিক নম্বর : ০০ মান বন্টন : প্রশ্নপত্রের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে  সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫ সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:(এসএসসি পরীক্ষার বিজ্ঞান  সিলেবাস২০২২)

প্রথম অধ্যায় : উন্নততর জীবনধারা 

দ্বিতীয় অধ্যায় : জীবনের জন্য পানি 

তৃতীয় অধ্যায় : হৃদযন্ত্রের যত কথা 

পঞ্চম অধ্যায় : দেখতে হলে আলো চাই 

ষষ্ঠ অধ্যায় : পলিমার 

সপ্তম অধ্যায় : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার 

নবম অধ্যায় : দুর্যোগের সাথে বসবাস 

দ্বাদশ অধ্যায় : প্রাত্যহিক জীবনে তড়িৎ 

মান বন্টন : প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে।

২০২২ সালের এস.এস.সি বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার অর্থনীতি সংক্ষিপ্ত সিলেবাস 

বিষয় : অর্থনীতি    বিষয় কোড : ১৪১ পূর্ণমান : ১০০  ত্বত্তীয়মান : ১০০   ব্যবহারিক : ০সর্বোচ্চ ক্লাস সংখ্যা : ৭৫ মানবণ্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে।

প্রথম অধ্যায় : অর্থনীতি পরিচয়, দ্বিতীয় অধ্যায় :  অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, তৃতীয় অধ্যায় : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, চতুর্থ অধ্যায় : উৎপাদন ও সংগঠন , ষষ্ঠ অধ্যায় : জাতীয় আয় ও এর পরিমাপ, নবম  অধ্যায় : বাংলাদেশের গুরুত্বপূর্ণ  অর্থনৈতিক প্রসঙ্গ 

২০২২ সালের এসএসসি পরীক্ষার অর্থনীতি সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড  

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সিলেবাস

বিষয়ঃ পৌরনীতি ও নাগরিকতা   বিষয় কোড : ১৪০    পূর্ণ নম্বর : ১০০  ত্বত্তীয় নম্বর : ১০০      ব্যাবহারিক নম্বর : ০০

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম:(এসএসসি পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা সিলেবাস২০২২)

প্রথম অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায়  : নাগরিক ও নাগরিকতা, চতুর্থ অধ্যায়   : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। পঞ্চম অধ্যায়:সংবিধান, ষষ্ঠ অধ্যায়: বাংলাদেশের সরকার ব্যবস্থা, দশম অধ্যায়:স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা, একাদশ অধ্যায় : বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন।  [ সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫ ]

২০২২ সালের এসএসসি পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড  

 

2022 সালের এসএসসি পরীক্ষার নতুন সিলেবাস বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা 

বিষয় : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা    বিষয় কোড : ১৫৩  পূর্ণ নম্বর : ১০০     ত্বত্তীয় নম্বর : ১০০    ব্যাবহারিক : ০০

প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি , দ্বিতীয় অধ্যায় : বিশ্বসভ্যতা  [ মিশর,সিন্ধু,গ্রিক ও রোম ]তৃতীয় অধ্যায়  : প্রাচীন বাংলার জনপদ, চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস [ ৩২৬ খ্রিষ্টপূর্ব  থেকে  ১২০৪  খ্রিষ্টাব্দ ], দশম অধ্যায়  : ইংরেজ শাসনামলে বাংলার স্বাধীকার আন্দোলন। 

একাদশ অধ্যায়  : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ, দ্বাদশ অধ্যায় : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন  [ ১৯৫৮-১৯৬৯ ], ত্রয়োদশ অধ্যায়  : সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, চতুর্দশ অধ্যায়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল [ ১৯৭২-১৯৭৫ ]   সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫ 

২০২২ সালের এসএসসি শিক্ষাবর্ষের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সিলেবাস ডাউনলোড 

 

এসএসসি সিলেবাস ২০২২ ভূগোল ও পরিবেশ

বিষয় : ভূগোল ও পরিবেশ  বিষয় কোড : ১১০   পূর্ণমান : ১০০ ত্বত্তীয়মান : ১০০ ব্যবহারিক : ০০মানবণ্টন: প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। সর্বোচ্চ ক্লাস সংখ্যা : ৭৫

প্রথম অধ্যায় :  ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী ,তৃতীয় অধ্যায় : মানচিত্র ওপঠন ও ব্যাবহার ,চতুর্থ অধ্যায় : পৃথিবী অভ্যন্তরীন ও বাহ্যিক গঠন ,পঞ্চম অধ্যায় : বায়ুমন্ডল, ষষ্ঠ অধ্যায় : বারিমণ্ডল, দশম অধ্যায় : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ ভূগোল ও পরিবেশ ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান সিলেবাস 

বিষয় : হিসাববিজ্ঞান   বিষয় কোড :১৪৬    পূর্ণ নম্বর :১০০ত্বত্তীয় নম্বর :১০০  ব্যাবহারিক নম্বর :০০

দ্বিতীয় অধ্যায় :লেনদেন, তৃতীয় অধ্যায় :দুতরফা দাখিলা পদ্ধতি , চতুর্থ অধ্যায় :মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন , পঞ্চম অধ্যায় :হিসাব , ষষ্ঠ অধ্যায় :জাবেদা , সপ্তম অধ্যায় :খতিয়ান , নবম অধ্যায় :রেওয়ামিল , দশম অধ্যায় :আর্থিক বিবরণীমান বন্টন :প্রশ্নপত্রের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫

2022 সালের এসএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান সিলেবাস ডাউনলোড 

 

SSC-HSC Short Syllabus 2022 ব্যাবসায় উদ্যোগ 

বিষয় :ব্যাবসায় উদ্যোগ   বিষয় কোড :১৪৩  পূর্ণ নম্বর :১০০ত্বত্তীয় নম্বর :১০০ ব্যাবহারিক নম্বর :০০

প্রথম অধ্যায় :ব্যাবসায় পরিচিতি , দ্বিতীয় অধ্যায় :ব্যাবসায় উদ্যোগ ও উদ্যোক্তা , তৃতীয় অধ্যায় :আত্মকর্মসংস্থান , চতুর্থ অধ্যায় :মালিকানার ভিত্তিতে ব্যাবসায় (আংশিক), পঞ্চম অধ্যায় :ব্যাবসায়ের আইনগত দিক , অষ্টম অধ্যায় :ব্যাবসায় প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা , নবম অধ্যায় :বিপণন , একাদশ অধ্যায় :ব্যাবসায়ে নৈতিকতা ও দায়বদ্ধতা মান বন্টন প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫

২০২২ সালের এসএসসি শিক্ষাবর্ষের ব্যাবসায় পরিচিতি

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফিনান্স ও ব্যাংকিং সিলেবাস 

বিষয় :ফিনান্স ও ব্যাংকিং    বিষয় কোড :১৫২   পূর্ণ নম্বর :১০০

প্রথম অধ্যায় :অর্থায়ন ও ব্যাবসায় অর্থায়ন , তৃতীয় অধ্যায় :অর্থের সময় মূল্য , চতুর্থ অধ্যায় :ঝুঁকি ও অনিশ্চয়তা , পঞ্চম অধ্যায় :মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন , নবম অধ্যায় :ব্যাংকিং ব্যাবসায় ও তার ধরন , দশম অধ্যায় :বাণিজ্যিক ব্যাংক ও পরিচিতি , একাদশ অধ্যায় :ব্যাংকের আমানত 

মান বন্টন প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে।সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫

২০২২ সালের এসএসসি পরীক্ষার নতুন সিলেবাস ফিনান্স ও ব্যাংকিং ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি পরীক্ষার কৃষি শিক্ষা সংক্ষিপ্ত সিলেবাস 

 

বিষয় : কৃষি শিক্ষা  বিষয় কোড : ১৩৪  পূর্ণ নম্বর : ১০০  ত্বত্তীয় : ৭৫  ব্যাবহারিক নম্বর : ২৫   

প্রথম অধ্যায় : কৃষি প্রযুক্তি , দ্বিতীয় অধ্যায় : কৃষি উপকরণ , চতুর্থ অধ্যায় : কৃষিজ উৎপাদন 

ব্যাবহারিক :

১. বিভিন্ন প্রকার মাটির নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ। 

২. মাটির পাত্রে বীজ সংরক্ষণ 

৩. সাইলেজ তৈরির পদ্ধতি। 

৪. বিভিন্ন ধরণের উদ্ভিদতাত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ সনাক্ত করণ [ ধান,গম,মূলা,মরিচ ফসলের এবং আলু, আদা,গাঁদাফুল ও মেহেদির কান্ড ]

৫. পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। 

৬. বিভিন্ন ফসলের উপকারী ও অপকারী পোকা সংগ্রহ ও শনাক্তকরণ। 

৭. ঔষধি উদ্ভিদ সংগ্রহ ও শনাক্তকরণ।

[ সর্বমোট ক্লাস সংখ্যা : ৭৫ ]

এসএসসি ২০২২ নতুন সিলেবাস কৃষি শিক্ষা ডাউনলোড 

 

2022 সালের এসএসসি পরীক্ষার গার্হস্থ্য বিজ্ঞান সিলেবাস

বিষয় : গার্হস্থ্য বিজ্ঞান   বিষয় কোড : ১২৫ পূর্ণমান : ১০০   ত্বত্তীয়মান : ৭৫    ব্যবহারিক : ২৫

ক বিভাগ : গৃহ  ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা

প্রথম অধ্যায় : গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয় অধ্যায় : গৃহ  ব্যাবস্থাপক , তৃতীয় অধ্যায় :গৃহ সম্পদ  , চতুর্থ অধ্যায় : গৃহ সম্পদের  ব্যবস্থাপনা, পঞ্চম অধ্যায় : গৃহের অভ্যন্তরীন সজ্জা

খ বিভাগ : শিশুর বিকাশ পারিবারিক সম্পর্ক 

ষষ্ঠ অধ্যায় : শিশুর বর্ধন ও বিকাশ, সপ্তম অধ্যায় : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ 

অষ্টম অধ্যায় : কৈশোরের  মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ

গ বিভাগ : খাদ্য ও খাদ্য ব্যাবস্থাপনা 

দশম অধ্যায় : খাদ্যের কাজ ও  উপাদান , ক্রয়দশ অধ্যায় : খাদ্য প্রস্তুত ও পরিবেশন , পঞ্দশ  অধ্যায় : পোশাকের  যত্ন ও পারিপাট্য

তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লিখিত সময়ের মধ্যে ব্যাবহারিক | কাজটি সম্পন্ন করতে হবে।

ব্যাবহারিক

১. বাজেট তৈরির নিয়ম 

২. সময় তালিকা প্রস্তুত ।

৩, অভ্যন্তরীণ গৃহ সজ্জায় অব্যবহৃত জিনিসের ব্যবহার

৪. খাদ্য প্রস্তুত: পুডিং এবং সবজি নিরামিশ 

৫. অপ্রয়ােজনীয় বস্ত্রের ব্যবহার (পুরােনাে কাপড় ব্যবহার করে পাপােশ তৈরি) 

মানবণ্টন: প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে।

 সর্বোচ্চ ক্লাস সংখ্যা : ৭৫

এসএসসি ২০২২ নতুন সিলেবাস গার্হস্থ্য বিজ্ঞান ডাউনলোড 

 

২০২২ সালের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস চারু ও কারুকলা সিলেবাস 

 

বিষয় :চারু ও কারুকলা  বিষয় কোড :১৪৮ পূর্ণ নম্বর :১০০ত্বত্তীয় নম্বর :৭৫  ব্যাবহারিক নম্বর :২৫

প্রথম অধ্যায় :শিল্পকলা , চতুর্থ অধ্যায় :আঁকতে হলে জানতে হবে , পঞ্চম অধ্যায় :ব্যাবহারিক শিল্পকলা , ষষ্ঠ অধ্যায় :বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন , সপ্তম অধ্যায় :কারুকলা 

ব্যবহারিক

১. পেন্সিল মাধ্যমে মােরগের রেখাচিত্র অঙ্কন কর। 

২. পেনসিল দিয়ে একটি বাক্স অঙ্কন করে পরিপ্রেক্ষিত দেখাও। 

৩. নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রাকৃতিক নকশা অঙ্কন কর (সাদাকালো রভে)। 

৪. নির্দিষ্ট মাপ অনুযায়ী জ্যামিতিক নকশা অঙ্কন কর  (সাদাকালো রতে)। 

৫. পেন্সিল দিয়ে মানুষের ফিগার ড্রয়িং কর। 

৬. পেন্সিল বা রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন কর। 

৭. বাঁশ দিয়ে একটি ফুলদানি অথবা পুতুল তৈরি ।

৮. এক রঙের সাহায্যে এক ফুট x এক ফুট কাপড়ে একটি টাই-ডাই কর। 

মান বন্টন প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে।

সর্বমোট ক্লাস সংখ্যা :৭৫

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ চারু ও কারুকলা ডাউনলোড 

 

2022 সালের এসএসসি নতুন সিলেবাস ক্যারিয়ার শিক্ষা

 

বিষয় : ক্যারিয়ার শিক্ষা   বিষয় কোড :১৫৬  পূর্ণ নম্বর :৫০, ত্বত্তীয় নম্বর :৫০  ব্যাবহারিক নম্বর :০০

প্রথম অধ্যায় :আমি ও আমার ক্যারিয়ার ,দ্বিতীয় অধ্যায় :ক্যারিয়ার গঠন গুণ ও দক্ষতা , তৃতীয় অধ্যায় :ক্যারিয়ার গঠনে সংযোগ স্থাপন ও আচরণ ।    মান বন্টন প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে।  সর্বমোট ক্লাস সংখ্যা :২৫

২০২২ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস ক্যারিয়ার শিক্ষা ডাউনলোড 

 

2022 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস শারীরিক শিক্ষা, স্বাস্থবিজ্ঞান ও খেলাধুলা

বিষয় : শারীরিক শিক্ষা, স্বাস্থবিজ্ঞান ও খেলাধুলা   বিষয় কোড : ১৪৭   পূর্ণ নম্বর : ১০০  ত্বত্তীয় নম্বর : ৭৫   ব্যাবহারিক নম্বর : ২৫  

সপ্তম অধ্যায়: বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ, অষ্টম অধ্যায় : দলগত খেলা, দশম অধ্যায়: খেলাধুলার দুর্ঘটনা  [ আংশিক ]

ব্যাবহারিক :

১. একটি আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ অঙ্কন করে বিভিন্ন এড়িয়ার মাপ গুলো উপস্থাপন করো। 

২. ফাস্ট বলের প্রিপ ও স্পিন বলের প্রিপের পার্থক্যগুলো করে দেখাও। 

৩. ব্যাডমিন্টন খেলার বিভিন্ন ধরণের প্রিপের কৌশলগুলো প্রদর্শন করো। 

৪. চামড়া ছড়ে গেলে তার প্রাথমিক প্রতিবিধান করে দেখাও। 

৫. হাড় ভেঙে গেলে তার প্রাথমিক প্রতিবিধান করে দেখাও। 

[ সর্বমোট ক্লাস সংখ্যা : ২৫ ]

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ শারীরিক শিক্ষা, স্বাস্থবিজ্ঞান ও খেলাধুলা ডাউনলোড 

 

২০২২ সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ইসলাম ও নৈতিক শিক্ষা

 

বিষয় :ইসলাম ও নৈতিক শিক্ষা  বিষয় কোড :১১১ পূর্ণ নম্বর :১০০  ত্বত্তীয় নম্বর :১০০  ব্যাবহারিক নম্বর :০০

প্রথম অধ্যায় :আকাইদ ও নৈতিক জীবন(আংশিক), দ্বিতীয় অধ্যায় :শরিয়তের উৎস(আংশিক), তৃতীয় অধ্যায় :ইবাদত(আংশিক), চতুর্থ অধ্যায় :আখলাক(আংশিক), পঞ্চম অধ্যায় :আদর্শ জীবনচরিত(আংশিক)

মান বন্টন প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে।

সর্বমোট ক্লাস সংখ্যা :৫০

এসএসসি নতুন শর্ট সিলেবাস ২০২২ ইসলাম ও নৈতিক শিক্ষা  ডাউনলোড 

 

 

2 thoughts on “২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস । এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস 2022”

Leave a Comment

error: Content is protected !!