জারণ বিক্রিয়া কাকে বলে? জারণ বিক্রিয়া কী? জারণ বিক্রিয়া বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

জারণ বিক্রিয়া:

যে বিক্রিয়ায় কোনাে পরমাণু, মূলক বা আয়ন এর ইলেকট্রনের দান ঘটে অর্থাৎ ঐ পরমাণু, মূলক বা আয়ন এর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে।

Fe+2 → Fe3+ + e [জারণ বিক্রিয়া]

Na° → Na1+ + e [জারণ বিক্রিয়া]

2Cl →Cl2 +2e [জারণ বিক্রিয়া]

উপরের বিক্রিয়াসমূহ থেকে দেখা যায় যে,  Fe+2 ও Na° ইলেকট্রন ত্যাগ করেছে । ফলে এদের ধনাত্মক  চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । অপরদিকে Cl ইলেকট্রন ত্যাগ  করায় এর ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে।  সুতরাং উপরের বিক্রিয়াসমূহে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে।

Leave a Comment

error: Content is protected !!