জারণ সংখ্যা এবং যােজনীর মধ্যে পার্থক্য লেখ ।

জারণ সংখ্যা এবং যােজনীর মধ্যে পার্থক্য:

জারণ সংখ্যা  যােজনী
অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনাে পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই তার জারণ সংখ্যা (Oxidation Number) বলে। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলর পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বা যোজ্যতা বলে ।
জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, পূর্ণসংখ্যা, শূন্য এমন কি ভগ্নাংশও হতে পারে।  যােজনী ধনাত্মক বা ঋণাত্মক হয় না, এটি সর্বদাই  পূর্ণসংখ্যা হয়। শুধু নিষ্ক্রিয় গ্যাসের যােজনী শূন্য হয়।

Leave a Comment

error: Content is protected !!