দহন বিক্রিয়া একটি তাপােৎপাদী বিক্রিয়া -ব্যাখ্যা করো ।

দহন বিক্রিয়া একটি তাপােৎপাদী বিক্রিয়া:

যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপােৎপাদী বিক্রিয়া বলে। প্রতিটি দহন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হয়। যেমন: প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে কার্বন ডাই-অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন করে। 

CH4(g)  +  2O2(g) →  CO2(g)  +  2H2O(g) + তাপ

 সুতরাং দহন বিক্রিয়া একটি তাপােৎপাদী বিক্রিয়া ।

দহন বিক্রিয়া সংজ্ঞা ও  ব্যাখ্যা 

Leave a Comment

error: Content is protected !!