ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী (Electronic conductor)কাকে বলে ?

ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী (Electronic conductor):

যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় এবং এই সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটেনা,সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বলে।

যেমন- লােহা (Fe), কপার  (Cu), নিকেল (Ni) ইত্যাদি  সকল  ধাতুগ্রাফাইট  ইলেকট্রনীয় পরিবাহী।

Leave a Comment

error: Content is protected !!