নাইট্রোজেন ও হাইড্রোজেন হতে অ্যামােনিয়া উৎপাদনের বিক্রিয়াটিকে তাপােৎপাদী বিক্রিয়া বলা হয় কেন তা ব্যাখ্যা করো ।

আমরা জানি,যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপােৎপাদী বিক্রিয়া বলে। উল্লেখিত বিক্রিয়ায় Fe চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200-250 atm চাপ ও 4500C -5500C তাপমাত্রায় 1 মােল নাইট্রোজেন ও 3 মােল হাইড্রোজেন হতে 2 মােল অ্যামােনিয়া উৎপাদনের সময় 92 কিলােজুল তাপ উৎপন্ন হয়। 

যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং সাথে তাপ ও উৎপন্ন করে । সুতরাং উল্লেখিত বিক্রিয়াটি একটি তাপােৎপাদী বিক্রিয়া ।

Leave a Comment

error: Content is protected !!