নিচের পরমাণু দু’টির ভর সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা দাও।

11H, 21H

আমরা জানি, যে সকল পরমাণুর প্রােটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসােটোপ বলে। প্রদত্ত পরমাণু দুটি  11H এবং 21H হলাে পরস্পরের আইসােটোপ। কারণ 11H এবং 21H উভয়টিতে প্রােটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন। উভয় মৌলতে একটি করে প্রােটন বিদ্যমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন । দ্বিতীয়টিতে অর্থাৎ 21H এ একটি নিউট্রন রয়েছে, প্রথমটিতে কোনাে নিউট্রন নেই কিন্তু দ্বিতীয়টিতে অর্থাৎ 21H এ 1টি নিউট্রন রয়েছে । তাই এদের একটির ভরসংখ্যা 1 এবং অপরটির ভরসংখ্যা 2 ।

Leave a Comment

error: Content is protected !!