বন্ধন শক্তি ব্যবহার করে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ΔHএর মান কীভাবে নির্ণয় করবে?

বন্ধন শক্তি ব্যবহার করে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেলটা ΔH এর মান নির্ণয়:

রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলাের মধ্যে যে বন্ধনগুলাে আছে সেই বন্ধনগুলাে ভেঙে যায় এবং উৎপাদগুলাের মধ্যে নতুন নতুন বন্ধন তৈরি হয়। বিক্রিয়কগুলাের বন্ধন ভাঙ্গার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদগুলাের বন্ধন তৈরি হতে শক্তি নির্গত হয়।

যেকোনাে বিক্রিয়ায় বিক্রিয়কগুলাের মােট বন্ধন শক্তিকে B1 দিয়ে এবং উৎপাদসমূহের মােট বন্ধন শক্তিকে B2 দিয়ে চিহ্নিত করা হলে ঐ বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন:

     ΔH = বিক্রিয়কগুলাের মােট বন্ধন শক্তি B1 – উৎপাদগুলাের মােট বন্ধন শক্তি B2

      = (বিক্রিয়কগুলাের বন্ধন ভাঙ্গার জন্য দেওয়া মােট বন্ধন শক্তি B1)

      – (উৎপাদনগুলাের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত হওয়া মােট বন্ধন শক্তি B2)

তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 থেকে কম এজন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ঋণাত্মক। অন্যদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 থেকে বেশি এজন্য তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক।

Leave a Comment

error: Content is protected !!