ভূত্বক কাকে বলে ? ভূত্বক বলতে কী বোঝ ? ভূত্বক কী ?

ভূত্বক:

পৃথিবীর উপরিভাগে বাহিরের দিকের আবরণকে  ভূত্বক বলে।

পৃথিবী সৃষ্টির সময় অত্যন্ত উত্তপ্ত ছিল । কোটি কোটি বছর ধরে ঘূর্ণন ও তাপ বিকিরণের ফলে এটি ধীরে ধীরে শীতল হয়ে তরল অবস্থায় প্রাপ্ত হয়। এই তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগ ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন হয়ে ভূত্বক গঠিত হয় ।

Leave a Comment

error: Content is protected !!