ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন এর মধ্যে পার্থক্য লেখ ।

ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন এর মধ্যে পার্থক্য:

ভৌত পরিবর্তন

রাসায়নিক পরিবর্তন

যে পরিবর্তনের ফলে কোনাে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনাে পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন (Physical change) বলে। 

যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 

বস্তুর শুধু বাহ্যিক অবস্থার অর্থাৎ ভৌত ধর্মের পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না ।

বস্তুর বাহ্যিক অবস্থার অর্থাৎ ভৌত ও রাসায়নিক উভয়  ধর্মের পরিবর্তন ঘটে ।

কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না । এক বা একাধিক  নতুন পদার্থের সৃষ্টি হয় ।
তাপশক্তির শোষণ বা উৎপন্ন ঘটতে পারে আবার নাও পারে ।

অবশ্যই তাপশক্তির শোষণ বা উৎপন্ন ঘটবে ।

ভৌত পরিবর্তন পদার্থের অস্থায়ী পরিবর্তন । রাসায়নিক পরিবর্তন পদার্থের স্থায়ী পরিবর্তন।
এই পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না। এই পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।

Leave a Comment

error: Content is protected !!