মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন ? প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন ?

মিথেন গ্যাসকে বা প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়:

প্রাকৃতিক গ্যাসে বেশির ভাগই মিথেন থাকে। মিথেন গ্যাসকে অক্সিজেনে পােড়ালে CO2 এবং জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়। 

CH4 + 2O2  → CO2 + 2H2O + শক্তি

CNG, ডিজেল, পেট্রল, কেরােসিন, অকটেন ইত্যাদি জ্বালানিকে পােড়ালেও একই ভাবে CO2 এবং জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়।

Leave a Comment

error: Content is protected !!