লােহায় মরিচা পড়ার কারণ ব্যাখ্যা করো। মরিচা কীভাবে সৃষ্টি হয়?

লােহায় মরিচা পড়ার কারণ:

লােহার (আয়রন বা Fe) তৈরি বিভিন্ন যন্ত্রপাতি যেমন: ছুরি, কাঁচি, বঁটি, দা ইত্যাদি ব্যবহার করি। এসব যন্ত্রপাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে।

এখানে আয়রন বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। এতে ধাতুর পৃষ্ঠতল ক্ষয় হয়। মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ হওয়ায় এর ভিতর দিয়ে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প ঢুকে লােহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে থাকে। এভাবে লােহার তৈরি পুরাে জিনিসটিই এক সময় নষ্ট হয়ে যায়।

 

2Fe + 1.5O2 + 3H2O → 2Fe(OH)3

2Fe(OH)3        →     Fe2O3 .nH2O

Leave a Comment

error: Content is protected !!