শতকরা সংযুক্তি বের করার নিয়ম বর্ণনা কর । শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা হয় ?

যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের নিয়ম :

আণবিক সংকেত হতে শতকরা সংযুতি নির্ণয়ের দুইটি ধাপ আছে। যথা:

(ক) প্রথমে অণুতে বিদ্যমান মৌলসমূহের পারমাণবিক ভর ও পরমাণুর সংখ্যা হতে ঐ অণুর আণবিক ভর বের করতে হয়। 

(খ) তারপর পৃথকভাবে প্রত্যেকটি মৌলের মােট পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে শতকরা হিসেবে মৌলসমূহের শতকরা সংযুতি বের করতে হয়।

Leave a Comment

error: Content is protected !!