সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? সংশ্লেষণ বিক্রিয়া বলতে কী বোঝ ? সংশ্লেষণ বিক্রিয়া কী?

সংশ্লেষণ বিক্রিয়া:

যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততােধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। 

যেমন: হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে অ্যামােনিয়া গ্যাস উৎপন্ন করে।

N2(g) + 3H2(g) → 2NH3(g)

Leave a Comment

error: Content is protected !!