সেলাই করার সুচকে নারিকেল তেলের ভিতর ডুবিয়ে রাখা হয় কেন? লােহার তৈরি সুচে কীভাবে মরিচা পড়া রােধ করা যায়?

সেলাই করার সুচকে নারিকেল তেলের ভিতর ডুবিয়ে রাখা হয়:

কারণ সুচ যাতে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে না পারে এবং এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষয় না হয়। এভাবে লােহার তৈরি সুচে মরিচা পড়া রােধ করা যায়।

Leave a Comment

error: Content is protected !!