CuO ও Al2O3 যথাক্রমে Cu ও Al কে কীভাবে রক্ষা করে?

CuO ও Al2O3 যথাক্রমে Cu ও Al কে  রক্ষা করে: 

Cu ও Al এর দ্রব্যাদির বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে তাদের উপর CuO ও Al2O3 এর একটি আস্তরণ পড়ে। 

2Cu + O2 → 2CuO

4Al + 3O2 → 2 Al2O3 

পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে আর Cu বা Al সংস্পর্শে আসতে পারে না। ফলে আর বিক্রিয়া সাধিত হয় না। সুতরাং Cu বা Al এর ক্ষয় সাধিত হয় না। এরূপে CuO ও Al2O3 যথাক্রমে Cu ও Al কে রক্ষা করে।

Leave a Comment

error: Content is protected !!