Na + Cl2 → NaCl বিক্রিয়াটিতে কোনটি জারক এবং কোনটি বিজারক এবং কেন ?

জারক এবং  বিজারক নির্ণয়:

আমরা জানি, জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে ।

Na + ½Cl2 → NaCl

উপরিউক্ত  বিক্রিয়ায় Na ইলেকট্রন ত্যাগ করছে,

Na0 -e =Na+

সুতরাং Na বিজারক পদার্থ।

অপরদিকে, জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে।

Na + ½Cl2 → NaCl

উপরিউক্ত  বিক্রিয়ায়  Cl ইলেকট্রন গ্রহণ করেছে , 

Cl +   e=  Cl

তাই Cl জারক পদার্থ।

Leave a Comment

error: Content is protected !!