ডেসি মােলার দ্রবণ কাকে বলে ? 0.1M দ্রবণ কাকে বলে ?

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মােল দ্রব দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে ডেসি মােলার দ্রবণ বা 0.1M দ্রবণ বলে। ডেসি মোলার দ্রবণের ঘনমাত্রাকে 0.1M দ্বারা প্রকাশ করা হয় । এর একক  0.1 মোল / লিটার । যেমন: NaCl এর আণবিক ভর 23 + 35.5 =58.5  সুতরাং 1 মােল NaCl = 58.5 g

 অতএব 0.1 মােল NaCl = 58.5/10=5.85g 

একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল NaCl বা 5.85g NaCl দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে  NaCl এর  ডেসি মোলার দ্রবণ বলে। একে 0.1MNaCl দ্বারাও  প্রকাশ করা যায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!