SSC CHEMISTRY CHAPTER-9

খর পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপাদন করে না কেন? খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?

সাবান হলাে উচ্চতর জৈব এসিডের সােডিয়াম বা পটাসিয়াম লবণ ।যেমন: সােডিয়াম স্টিয়ারেট (C17H35COOa)। খর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতি লবণ দ্রবীভূত থাকার কারণে সাবান খর পানিতে ফেনা তৈরি করতে পারে না। খর পানিতে সাবান যােগ করলে তা পানিতে উপস্থিত ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম প্রভৃতি আয়নের সাথে বিক্রিয়ায় অদ্রবণীয় ক্যালসিয়াম স্টিয়ারেট ও ম্যাগনেসিয়াম  স্টিয়ারেট ইত্যাদি উৎপন্ন …

খর পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপাদন করে না কেন? খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন? Read More »

Spread the love

পানির খরতা কাকে বলে ? পানির খরতা বলতে কী বোঝ? পানির খরতা কী?

পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালােভাবে ময়লা পরিষ্কার করতে পারে না পানির সেই ধর্মকে পানির খরতা বলে।  Spread the love

Spread the love

পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভিতরে খর পানি ব্যবহার করলে কী ঘটে ?

পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভিতরে খর পানি ব্যবহার করলে খর পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ লবণ পাইপের গায়ে জমা হয়। ফলে পাইপের গায়ে মােটা আস্তরণ পড়ে। এতে পানির পাইপে পানি প্রবাহে বাধা পায়। বয়লারে তাপের অপচয় ঘটে এমনকি বয়লার ফেটে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। Spread the love

Spread the love

কোন ধরনের পানিতে সাবান অপচয় হয় এবং কেন?

খর পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ দ্রবীভূত থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন সাবানের সাথে বিক্রিয়ায় অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সাবান উৎপন্ন করে যা পানির উপর পাতলা সরের মত ভাসতে থাকে । ফলে ময়লা কাপড় পরিষ্কার হয়না। তাই খর পানিতে সাবানের অপচয় হয়। Spread the love

Spread the love

খর পানি কাকে বলে? খর পানি কী? খর পানি কাকে বলে? খর পানির সংজ্ঞা দাও

পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট, কার্বনেট , বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে উক্ত পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। এ ধরনের পানিকে খর পানি বলে। যেমন : সমুদ্রের পানি, গভীর নলকূপের পানি, ঝরনার পানি ইত্যাদি। Spread the love

Spread the love

মৃদু পানি কাকে বলে? মৃদু পানি কী? মৃদু পানি বলতে কী বোঝ? সংজ্ঞা: মৃদু পানি

যে পানি সহজে সাবানের সাথে ফেনা উৎপন্ন করে তাকে মৃদু পানি বলে। যেমন : রাসায়নিকভাবে বিশুদ্ধ পানি, বৃষ্টির পানি ইত্যাদি। Spread the love

Spread the love

এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলাে কী কী? এদের মধ্যে কোন কোন বিক্রিয়া ঘটে?

এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলাে হলাে SO2 , SO3 ,  CO2 ,  NO2।  কারণ এসব গ্যাস রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে সব এসিড তৈরি করে সে গুলাে বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টিরূপে পতিত হয়। সংঘটিত বিক্রিয়া সমূহ: SO2 + H2O → H2SO3 SO3 + H2O →  H2SO4 2NO2 + H2O → HNO3 + HNO2 CO2 …

এসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলাে কী কী? এদের মধ্যে কোন কোন বিক্রিয়া ঘটে? Read More »

Spread the love

কীভাবে এসিড বৃষ্টির উদ্ভব হয়?

বায়ুর CO2, NO2 এবং SO2 জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে H2CO3, HNO3, ও H2SO4 গঠন করে। SO2+ H2O → H2SO3 SO3 + H2O → H2SO4 2NO2 + H2O → HNO3 + HNO2 CO2 + H2O → H2CO3 গঠিত এসিডগুলাে বৃষ্টিপাতের সময় বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। Spread the love

Spread the love

SO2 গ্যাস এসিড বৃষ্টির অন্যতম কারণ-ব্যাখ্যা কর।

SO2 বায়ুর সাথে বিক্রিয়ার মাধ্যমে SO3 (সালফার ট্রাইঅক্সাইড) গ্যাস উৎপন্ন করে। SO2 ও SO3 গ্যাস বায়ুমন্ডলের পানির সাথে বিক্রিয়ায় যথাক্রমে H2SO3 (সালফিউরাস এসিড) ও H2SO4 (সালফিউরিক এসিড) উৎপন্ন করে যা বৃষ্টির সাথে ভূ-পৃষ্ঠে এসিড বৃষ্টিরূপে পতিত হয়। SO2 + H2O → H2SO3 SO3 + H2O → H2SO4 তাই বলা যায় SO2 গ্যাস এসিড বৃষ্টির অন্যতম …

SO2 গ্যাস এসিড বৃষ্টির অন্যতম কারণ-ব্যাখ্যা কর। Read More »

Spread the love

এসিড বৃষ্টি প্রাতরােধের উপায় বর্ণনা করো। কীভাবে এসিড বৃষ্টি প্রাতরােধ করা হয়?

এসিড বৃষ্টি পরিবেশের উপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে। নিচের পদক্ষেপগুলো গ্রহণ করলে এসিড বৃষ্টি প্রতিরােধ করা সম্ভব বলে মনে হয় । -যে সকল গ্যাস এসিড বৃষ্টির জন্য দ্বায়ী তাদের  নিঃসরণ সহনীয় পর্যায়ে আনা ।  – নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল সেল ব্যবহার করতে হবে । -নবায়নযােগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করা । -সালফার মুক্ত …

এসিড বৃষ্টি প্রাতরােধের উপায় বর্ণনা করো। কীভাবে এসিড বৃষ্টি প্রাতরােধ করা হয়? Read More »

Spread the love

.পরিবেশের উপর এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো । এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর।

এসিড বৃষ্টির ফলে মাটির pH এর মান কমে যায়। ফলে ফসল বা গাছপালার বিরাট ক্ষতি হয়। জলাশয়ের পানির pH এর মান কমে যায় অর্থাৎ মাটি ও পানি এসিডিক হয়ে যায়। এতে জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হয়। বনভূমি ধ্বংস হয়ে যায়, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। মৎস্য উৎপাদন ব্যাহত হয়। এমনকি বহু জীব …

.পরিবেশের উপর এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো । এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর। Read More »

Spread the love

পানির খরতার কারণ ব্যাখ্যা করাে। কীভাবে পানির খরতার সৃষ্টি হয়?

পানিতে বিভিন্ন ধাতু যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন ধাতুর কার্বনেট, সালফেট ও ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে তাকেই পানির খরতা বলে। পানির খরতার কারণ হলাে পানি চক্রের একটি উল্লেখযােগ্য অংশে পানি পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহ চলাকালে পানি মাটিতে উপস্থিত বিভিন্ন খনিজ লবণের সংস্পর্শে আসে এবং পানিতে লবণ দ্রবীভূত হয়। এ ছাড়া বৃষ্টির …

পানির খরতার কারণ ব্যাখ্যা করাে। কীভাবে পানির খরতার সৃষ্টি হয়? Read More »

Spread the love

শিল্প এলাকায় বৃষ্টির শুরুতে বৃষ্টির পানি পানের উপযােগী নয় কেন?

শিল্প এলাকায় বৃষ্টির শুরুতে বৃষ্টির পানি পানে উপযােগী নয়। কারণ শিল্প কারখানা হতে বায়ুমণ্ডলে SO2 , NO2 ,  CO2 ও ধূলাবালি ইত্যাদি নির্গত হয়। ফলে বৃষ্টির পানির সাথে এ সকল গ্যাসের বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। তাই বৃষ্টির পানি এসিডিক হয়ে যায় । কিন্তু শিল্প কারখানা হতে নির্গত সমস্ত দূষণ বৃষ্টির পানির সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার …

শিল্প এলাকায় বৃষ্টির শুরুতে বৃষ্টির পানি পানের উপযােগী নয় কেন? Read More »

Spread the love

এসিড বৃষ্টি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? অম্ল বৃষ্টির কারণ গুলি কি কি?

এসিড বৃষ্টি সৃষ্টির কারণ: অধাতুর অক্সাইডগুলাে পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন এসিড উৎপন্ন করে। বিশুদ্ধ বায়ুতে কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকে। প্রাণী শ্বাস ক্রিয়ার সময় বায়ুতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। আবার, যে স্থানে বজ্রপাত হয় সেই স্থানের বায়ুর তাপমাত্রা 3000°C সৃষ্টি হয়। এ তাপমাত্রায় বায়ুতে উপস্থিত N2 ও O2 বিক্রিয়া করে …

এসিড বৃষ্টি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? অম্ল বৃষ্টির কারণ গুলি কি কি? Read More »

Spread the love

এসিড বৃষ্টি কী? এসিড বৃষ্টি কাকে বলে? এসিড বৃষ্টি বলতে কী বোঝ? এসিড বৃষ্টির সংজ্ঞা দাও।

এসিড বৃষ্টি: বৃষ্টির পানির সাথে বিভিন্ন এসিড (যেমনঃ H2SO4, HNO3, H2CO3 ইত্যাদি) মিশ্রিত থাকলে বষ্টির পানি অম্লীয় হয়ে পড়ে। এই এসিড মিশ্রিত বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে। Spread the love

Spread the love

K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা কর। K2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর।

K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয়: সবল বা শক্তিশালী ক্ষারক বা ক্ষার এবং দূর্বল এসিডের বিক্রিয়ার ফলে যে সকল লবণ উৎপন্ন হয়, তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরী করে। K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। কারণ এটি দূর্বল এসিড  H2CO3 এবং সবল বা বা শক্তিশালী ক্ষারক KOH এর বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ। আয়নিক …

K2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা কর। K2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর। Read More »

Spread the love

CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? ব্যাখ্যা কর। CuSO4 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর।

CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয়: যে সকল লবণ দূর্বল / মৃদু ক্ষারক বা ক্ষার ও সবল/ তীব্র/ শক্তিশালী এসিড বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে অম্লীয় দ্রবণ তৈরী করে। CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয় । কারণ এটি দুর্বল ক্ষারক Cu(OH)2 এবং সবল এসিড H2SO4 এর লবণ । আয়নিক যৌগ CuSO4 জলীয় …

CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয় কেন? ব্যাখ্যা কর। CuSO4 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর। Read More »

Spread the love

FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয়।ব্যাখ্যা কর। FeCl3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর।

FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয়: সবল বা তীব্র বা শক্তিশালী এসিড ও মৃদু বা দুর্বল ক্ষার বা ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়।প্রদত্ত লবণটি  মৃদু  ক্ষারক Fe(OH)3 এবং তীব্র এসিড  HCl এর  প্রশমন বিক্রিয়ার ফলে FeCl3 লবণ উৎপন্ন হয়। Fe(OH)3 + 3HCl → FeCl3 + 3H2O আয়নিক যৌগ  FeCl3  জলীয় দ্রবণে আর্দ্র …

FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয়।ব্যাখ্যা কর। FeCl3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা কর। Read More »

Spread the love

এসিড ক্ষার নির্ধারণের pH মানের ভূমিকা ব্যাখ্যা করাে।

এসিড ক্ষার নির্ধারণের pH মানের ভূমিকা: কোনো যৌগ এসিড না ক্ষার তা নির্ধারণের pH  এর মান অত্যন্ত গুরুত্বপূর্ণ । দ্রবণে pH মানের সীমা হচ্ছে ( 0-14) এর মধ্যে। দ্রবণে pH মান 7 এর কম হলে দ্রবণটি অম্লীয় অর্থাৎ এসিড হবে । আর pH মান 7 এর বেশি হলে তা ক্ষারীয় অর্থাৎ ক্ষার হবে। তবে pH …

এসিড ক্ষার নির্ধারণের pH মানের ভূমিকা ব্যাখ্যা করাে। Read More »

Spread the love

Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা কর। Na2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো।

Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয়: সবল বা শক্তিশালী ক্ষারক বা ক্ষার এবং দূর্বল এসিডের বিক্রিয়ার ফলে যে সকল লবণ উৎপন্ন হয়, তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরী করে। Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। কারণ এটি দূর্বল এসিড  H2CO3 এবং সবল বা  শক্তিশালী ক্ষারক NaOH এর বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ । আয়নিক …

Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ব্যাখ্যা কর। Na2CO3 এর জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। Read More »

Spread the love

লবণের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো।

তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির। যেমন- NaCl, Na2SO4 ইত্যাদির জলীয় দ্রবণ নিরপেক্ষ। তীব্র এসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির। যেমন- FeCl3, Zn(NO3)2 ইত্যাদির জলীয় দ্রবণ অম্লীয়। তীব্র ক্ষার ও মৃদু এসিডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, যেমন– Na2CO3 , CH3COONa (সােডিয়াম ইথানয়েট) ইত্যাদির জলীয় …

লবণের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। Read More »

Spread the love

ক্ষারীয় প্রকৃতির লবণ কাকে বলে? ক্ষারীয় প্রকৃতির লবণের দ্রবণ কাকে বলে?

তীব্র ক্ষার ও মৃদু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে ক্ষারীয় প্রকৃতির লবণ বলে। তীব্র ক্ষার ও মৃদু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণকে ক্ষারীয় প্রকৃতির লবণের দ্রবণ বলে। যেমন– Na2CO3 , CH3COONa (সােডিয়াম ইথানয়েট) ইত্যাদির জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। Spread the love

Spread the love

অম্লীয় প্রকৃতির লবণ কাকে বলে? অম্লীয় প্রকৃতির লবণের দ্রবণ কাকে বলে?

তীব্র এসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে অম্লীয় প্রকৃতির লবণ বলে। তীব্র এসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির লবণের দ্রবণ বলে। যেমন- FeCl3, Zn(NO3)2 ইত্যাদির জলীয় দ্রবণ অম্লীয়। Spread the love

Spread the love

নিরপেক্ষ লবণ বা নিরপেক্ষ প্রকৃতির লবণের দ্রবণ কাকে বলে?

নিরপেক্ষ লবণ: তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে নিরপেক্ষ লবণ বলে? নিরপেক্ষ প্রকৃতির লবণের দ্রবণ: তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণকে নিরপেক্ষ প্রকৃতির লবণ দ্রবণ বলে। HCl(aq) + NaOH(aq) →NaCl(aq) + H2O(l) H2SO4(aq) + NaOH(aq) →Na2SO4(aq) + H2O(l) Spread the love

Spread the love

লবণ কাকে বলে? লবণ কী ? লবণ বলতে কী বোঝ? লবণ কী তা ব্যাখ্যা করো ।

এসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে যে নিরপেক্ষ ধর্মী পদার্থ উৎপন্ন হয় তাকে লবণ বলা হয়। যেমন: সােডিয়াম ক্লোরাইড (NaCl)। NaOH      +    HCl →     NaCl   +      H2O কোনাে এসিডের অণুস্থিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে কোনাে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল ধনাত্বক যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যে …

লবণ কাকে বলে? লবণ কী ? লবণ বলতে কী বোঝ? লবণ কী তা ব্যাখ্যা করো । Read More »

Spread the love

বেকিং সােডার মধ্যে লেবুর রস ঢাললে কী ঘটবে? ব্যাখ্যা করাে।

বেকিং সােডার রাসায়নিক নাম হলো সােডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এর সংকেত হলাে NaHCO3 । লেবুর রসে থাকে সাইট্রিক এসিড(C6H8O7) । বেকিং সােডা লেবুর রসে বিদ্যমান এসিডের সাথে বিক্রিয়া করে সােডিয়াম সাইট্রেট লবণ, পানি ও কার্বন-ডাই অক্সাইড উৎপন্ন করে। এ সময় দ্রবণ থেকে তাপ শােষিত হয় বলে দ্রবণটি ঠাণ্ডা হয়ে যায়। NaHCO3(aq) + H+(aq) (সাইট্রিক এসিড) + …

বেকিং সােডার মধ্যে লেবুর রস ঢাললে কী ঘটবে? ব্যাখ্যা করাে। Read More »

Spread the love

কোমল পানীয় কীভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে?

কোমল পানীয়: কোমল পানীয় হলাে পানিতে কার্বন ডাই-অক্সাইডের (CO2)দ্রবণ। এতে অতিরিক্ত পরিমাণে চিনি দ্রবীভূত থাকে। কার্বন ডাই অক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক এসিডে পরিণত হয়। CO2  + H2O → H2CO3(aq) যা এনজাইমের  ক্রিয়াকে ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে। Spread the love

Spread the love

ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক (Basic radical) বলা হয় কেন ? ক্ষারীয় মূলক কী?

প্রশমন বিক্রিয়ায় এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। লবণের ধনাত্মক আয়নটি ক্ষার থেকে আসে। তাই ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক (Basic radical) বলে। Spread the love

Spread the love

দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো।

দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা: পরিপাক: খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রাক্লোরিক এসিড নিঃসৃত হয়। কোনাে কারণে পাকস্থলীতে এই এসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্তি বােধ হয়। সাধারণভাবে এটিকে এসিডিটি বলে। বেশিদিন এসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হয়ে যেতে পারে। তাই এই এসিডকে প্রশমিত করতে এন্টাসিড নামক ওষুধ খেতে হয়। এন্টাসিডে Al(OH)3 ও Mg(OH)2 …

দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। Read More »

Spread the love

তীব্র এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় তাপের পরিবর্তন এসিড বা ক্ষারের উপর নির্ভর করে না- ব্যাখ্যা কর।

একটি তীব্র এসিড এবং তীব্র ক্ষারকের দ্বারা প্রশমিত করলে প্রশমন তাপ প্রায় ধ্রুবক হয় এবং এর মান মােটামুটিভাবে 57.3kJ । সকল তীব্র এসিড ও ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। তাই যেকোনাে তীব্র এসিড বা ক্ষার দেওয়া হােক না কেন প্রশমন বিক্রিয়ায় শুধু হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। …

তীব্র এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় তাপের পরিবর্তন এসিড বা ক্ষারের উপর নির্ভর করে না- ব্যাখ্যা কর। Read More »

Spread the love

কোনাে নির্দিষ্ট এসিডের একটি নির্দিষ্ট পরিমাণ অপর কোনাে নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে-প্রমাণ করো ।

এসিড জলীয় দ্রবণে H+ দান করে এবং ক্ষার জলীয় দ্রবণে OH– দান করে। তাই এসিড ও ক্ষার একত্রে মিশ্রিত করলে এসিডের H+ আয়ন এবং ক্ষারের OH–আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। যেমন: HCl পানিতে H+ আয়ন এবং NaOH পানিতে OH– দান করে। এ দ্রবণ দুইটিকে এক সাথে মিশ্রিত করলে এসিডের H+ এবং ক্ষারের OH– বিক্রিয়া …

কোনাে নির্দিষ্ট এসিডের একটি নির্দিষ্ট পরিমাণ অপর কোনাে নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে-প্রমাণ করো । Read More »

Spread the love

প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়া কী ?প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝ?

প্রশমন বিক্রিয়া: যে বিক্রিয়ায় এসিড ও  ক্ষার  বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে  তাকে  প্রশমন বিক্রিয়া বলে।   Spread the love

Spread the love

কোনাে এসিডের লিটমাস পরীক্ষা করার সময় পানির ভূমিকা কতটুকু?

আমরা জানি, এসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে। কোনাে অনার্দ্র এসিডের ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনাে পরিবর্তন ঘটে না। কারণ কোনাে অনার্দ্র এসিডের ক্রিস্টাল জলীয় দ্রবণে আয়নিকরণ প্রক্রিয়ার মাধ্যমে  হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এ অবস্থায় নীল লিটমাস পেপার এসিডের সংস্পর্শে আনলে তা লাল বর্ণ ধারণ করবে। কাজেই এসিডের লিটমাস …

কোনাে এসিডের লিটমাস পরীক্ষা করার সময় পানির ভূমিকা কতটুকু? Read More »

Spread the love

নির্দেশক দ্বারা pH পরিমাপন ব্যাখ্যা কর।

pH মান জানার জন্য নির্দেশক হিসেবে লিটমাস পেপার ব্যবহার করা যায়। লিটমাস পেপার সস্তা ও সহজলভ্য ।কোনো দ্রবণের pH মান 7 এর কম হলে লিটমাস পেপার লাল এবং  7 এর বেশি হলে নীল বর্ণ ধারণ করে। ফুলের রঙিন পাপড়ি এবং রঙিন সবজি এসিড ও ক্ষার যােগে ভিন্ন বর্ণ দেখায়। এ পদার্থগুলাে বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড …

নির্দেশক দ্বারা pH পরিমাপন ব্যাখ্যা কর। Read More »

Spread the love

pH এর গুরুত্ব ব্যাখ্যা করো।

pH এর গুরুত্ব ব্যাখ্যা: কৃষিক্ষেত্রে, জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায়,প্রসাধনী ব্যবহারে pH এর গুরুত্ব অপরিসীম। নিচে এগুলাে ব্যাখ্যা করা হলাে:  কৃষিক্ষেত্রে: কৃষিতে pH এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি শােষণ করে। এর জন্য মাটির pH এর মান 6.0 থেকে ৪.0 এর মধ্যে হলে সবচেয়ে ভালাে। আবার, মাটির pH …

pH এর গুরুত্ব ব্যাখ্যা করো। Read More »

Spread the love

নির্দেশক কাকে বলে? নির্দেশক কী ? নির্দেশক বলতে কী বোঝ?

নির্দেশক: যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনাে একটি বস্তু এসিড বা ক্ষার বা নিরপেক্ষ তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বৃলে। যেমন : লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ইউনির্ভাসাল ইনন্ডিকেটর  ইত্যাদি। Spread the love

Spread the love

PH নির্ধারণে ইউনির্ভাসাল ইন্ডিকেটর এর ভূমিকা ব্যাখ্যা কর।

PH নির্ধারণে ইউনির্ভাসাল ইন্ডিকেটর এর ভূমিকা: বিভিন্ন এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলাে ইউনিভার্সাল নির্দেশক (Universal Indicator)। ভিন্ন ভিন্ন pH মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে। কোনাে দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বােঝার জন্য একটি চার্ট রয়েছে। এই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোনাে দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল …

PH নির্ধারণে ইউনির্ভাসাল ইন্ডিকেটর এর ভূমিকা ব্যাখ্যা কর। Read More »

Spread the love

pH মিটার কী? pH মিটার কাকে বলে? pH মিটার বলতে কী বোঝো?

pH মিটার: যে মিটারের সাহায্যে অজানা দ্রবণের pH নির্ণয় করা যায়, তাকে pH মিটার বলা হয়। pH মিটারের ইলেক্ট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে মিটারের ডিসপ্লে থেকে সরাসরি pH এর মান জানা যায়। Spread the love

Spread the love

ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে কাকে বলে?

ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট : কোনাে দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা বােঝার জন্য একটি চার্ট রয়েছে। এই চার্টকে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে।     Spread the love

Spread the love

ইউনিভার্সাল ইন্ডিকেটর কী? ইউনিভার্সাল ইন্ডিকেটর কাকে বলে ?

ইউনিভার্সাল ইন্ডিকেটর: বিভিন্ন এসিড, ক্ষার নির্দেশকের মিশ্রণকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে। অজানা দ্রবণের pH এর মান জানার জন্য কয়েক ফোটা ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়।   Spread the love

Spread the love

পরীক্ষার মাধ্যমে কোনাে দ্রবণের pH কীভাবে পরিমাপ করা হয়?

pH এর মান পরিমাপের জন্য ইউনিভার্সাল নির্দেশক (Universal indicator), pH পেপার (pH paper), pH মিটার (pH meter) প্রভৃতি ব্যবহার করা হয়। ইউনিভার্সাল নির্দেশক: বিভিন্ন এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলাে ইউনিভার্সাল নির্দেশক (Universal Indicator)। ভিন্ন ভিন্ন pH মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে। কোনাে দ্রবণের জন্য ইউনিভার্সাল নির্দেশক কোন বর্ণ ধারণ করবে তা …

পরীক্ষার মাধ্যমে কোনাে দ্রবণের pH কীভাবে পরিমাপ করা হয়? Read More »

Spread the love

pH স্কেল কী? pH স্কেল কাকে বলে? pH স্কেল বলতে কী বোঝ?

কোনো দ্রবনের pH এর পরিমাপ করার জন্য যে স্কেল ব্যাবহার করা হয় তাকে pH স্কেল বলে । চিত্র : pH স্কেল (ইউনিভার্সাল ইন্ডিকেটরের বিভিন্ন pH এ বর্ণ) pH কেল: যদিও অংকের হিসাবে pH এর মান ঋণাত্মক থেকে শুরু করে যেকোনাে ধনাত্মক সংখ্যা হওয়া সম্ভব কিন্তু বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে pH এর মান 0 থেকে 14 …

pH স্কেল কী? pH স্কেল কাকে বলে? pH স্কেল বলতে কী বোঝ? Read More »

Spread the love

বিশুদ্ধ পানিতে পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষার যােগ করলে PH মান -এর কিরূপ পরিবর্তন ঘটবে?

আমরা জানি, বিশুদ্ধ পানি নিরপেক্ষ অর্থাৎ এটি এসিড বা ক্ষার কোনাে ধর্মই দেখায় না । তাই বিশুদ্ধ পানির PH মান 7 । বিশুদ্ধ পানিতে এসিড যােগ করলে H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে দ্রবণের PH মান 7 থেকে কমে যায়। আবার বিশুদ্ধ পানিতে ক্ষার যােগ করলে দ্রবণে OH–আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে PH মান 7 …

বিশুদ্ধ পানিতে পৃথক পৃথকভাবে এসিড ও ক্ষার যােগ করলে PH মান -এর কিরূপ পরিবর্তন ঘটবে? Read More »

Spread the love

পানির PH এর মান 7 অপেক্ষা বেশি না কম হবে? ব্যাখ্যা কর। পানির PH এর মান 7

কোনাে দ্রবণে হাইড্রোজেন আয়নের মােলার ঘনমাত্রার ঋণাত্বক লগারিদমকে PH বলে। কোনাে দ্রবণের PH মান 0 থেকে 14 এর মধ্যে হবে।কোনাে দ্রবণ অম্লীয় হলে দ্রবণের pH মান 7 এর কম হবে এবং দ্রবণ ক্ষারীয় হলে দ্রবণের pH মান 7 এর বেশি হবে। আবার কোনাে দ্রবণ নিরপেক্ষ হলে PH মান 7 হয় । যেহেতু পানি নিরপেক্ষ সেহেতু …

পানির PH এর মান 7 অপেক্ষা বেশি না কম হবে? ব্যাখ্যা কর। পানির PH এর মান 7 Read More »

Spread the love

NH3 এর জলীয় দ্রবণের pH এর মান 7 এর বেশি কেন?

পানি একটি নিরপেক্ষ পদার্থ, যার pH =7 । বিশুদ্ধ পানিতে NH3  যােগ করলে NH4OH উৎপন্ন হয় যা জলীয় দ্রবণে বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে।  NH3 + H2O(l) = NH4OH(aq)  NH4OH(aq) + H2O(l) ⇌ NH4+(aq) + OH–(aq) ফলে  দ্রবণে OH– এর পরিমাণ বৃদ্ধি পায় এবং  H+ এর ঘনমাত্রা হ্রাস পায় অথাৎ দ্রবণটি ক্ষারীয় হয়। ফলে …

NH3 এর জলীয় দ্রবণের pH এর মান 7 এর বেশি কেন? Read More »

Spread the love

চুনের পানির pH-এর মান 7 থেকে বেশি না কম হবে? ব্যাখ্যা করো। CaO এর জলীয় দ্রবণের pH এর মান 7 অপেক্ষা কম না বেশী? ব্যাখ্যা কর।

চুন (CaO) পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)2) নামক ক্ষার তৈরি করে। একে চুনের পানি বলা হয়। সুতরাং চুনের পানি ক্ষারীয়। কোনাে দ্রবণ অম্লীয় হলে দ্রবণের pH মান 7 এর কম হবে এবং দ্রবণ ক্ষারীয় হলে দ্রবণের pH মান 7 এর বেশি হবে। যেহেতু চুনের পানি ক্ষারীয়, সুতরাং চুনের পানির pH মান 7 এর …

চুনের পানির pH-এর মান 7 থেকে বেশি না কম হবে? ব্যাখ্যা করো। CaO এর জলীয় দ্রবণের pH এর মান 7 অপেক্ষা কম না বেশী? ব্যাখ্যা কর। Read More »

Spread the love

বিশুদ্ধ পানির pH এর মান 7 কেন?

কোনাে দ্রবণে  উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম ঐ দ্রবণের pH বলা হয়। অর্থাৎ pH = -log[H+]   আমরা জানি,  1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল।                     বিশুদ্ধ পানির pH = -log[H+] = -log(10-7)                     অতএব, বিশুদ্ধ পানির pH = 7 Spread the love

Spread the love

দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কীভাবে pH হিসাব করতে হয়?

কোনাে দ্রবণে  উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম ঐ দ্রবণের pH বলা হয়। অর্থাৎ pH = -log[H+]   [H+] দ্বারা H+ আয়নের মােলার ঘনমাত্রা অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মােল H+ আয়ন রয়েছে সেটা বােঝানাে হয়।                     1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল।                     বিশুদ্ধ পানির pH = -log[H+] = -log(10-7)                     অতএব, বিশুদ্ধ পানির …

দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে কীভাবে pH হিসাব করতে হয়? Read More »

Spread the love

বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে pH মান বাড়ে কেন ? অথবা বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে দ্রবনের প্রকৃতি কেমন হবে ?

কোনো দ্রবনের pH এর মান 7 হওয়ার অর্থ এটি ক্ষারও নয় আবার এসিডও নয়। এটি নিরপেক্ষ দ্রবণ। যদি কোনাে দ্রবণের pH এর মান 7 থেকে কম হয় তাহলে সেই দ্রবণটি এসিডিক দ্রবণ এবং যদি কোনাে দ্রবণের pH মান 7 থেকে বেশি হয় তবে সেই দ্রবণটি ক্ষারীয় দ্রবণ। যদি বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হয় …

বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে pH মান বাড়ে কেন ? অথবা বিশুদ্ধ পানির মধ্যে ক্ষার যােগ করা হলে দ্রবনের প্রকৃতি কেমন হবে ? Read More »

Spread the love

H+ আয়নের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান তত কমতে থাকবে কেন ?

আমরা জানি,   1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল। যদি বিশুদ্ধ পানিতে এসিড যােগ করা হয় এবং এসিড যােগের কারণে যদি H+ এর সংখ্যা 10 গুণ বেড়ে গিয়ে প্রতি লিটারে 10-6 মােল হয়, তাহলে দ্রবণের pH কমে যাবে। pH = -log[10-6] = 6 H+ আয়নের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান …

H+ আয়নের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান তত কমতে থাকবে কেন ? Read More »

Spread the love

বিশুদ্ধ পানির pH = 7 কেন ?

 1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল।                     বিশুদ্ধ পানির pH = -log[H+] = -log(10-7)                     অতএব, বিশুদ্ধ পানির pH = 7 তৃতীয় বন্ধনীর মধ্যে কোনাে আয়ন থাকলে মােলারিটি এককে সেই আয়নের ঘনমাত্রা বােঝানাে হয়। Spread the love

Spread the love

pH কী? pH বলতে কী বোঝ? pH কাকে বলে?

কোনাে দ্রবণে  উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম ঐ দ্রবণের pH বলা হয়। অর্থাৎ pH = -log[H+]              (pH লেখার সময় p ছােট হাতের আর H বড় হাতের লেখা হয়) Spread the love

Spread the love

NH4OH কে দুর্বল ক্ষার বলা হয় কেন?

 NH4OH কে দুর্বল ক্ষার: যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয় তাদেরকে দুর্বল ক্ষার বলে। NH4OH জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়ােজিত হয়ে সামান্য পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে। NH4OH + H2O ⟶ NH4+ + OH– তাই NH4OH কে দুর্বল ক্ষার বলা হয়। Spread the love

Spread the love

CH3COOH অপেক্ষা H2SO4 এর জলীয় দ্রবণ বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে কেন?

CH3COOH অপেক্ষা H2SO4 এর জলীয় দ্রবণ বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে : জলীয় দ্রবণের এসিড H+ আয়নের উপস্থিতির জন্য বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে H+ আয়নের পরিমাণ যত বেশি হবে এসিড তত বেশি বিদ্যুৎ পরিবহন করবে। CH3COOH একটি মৃদু এসিড। এটি জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়ােজিত হয়ে কম পরিমাণ H+ আয়ন প্রদান করে। H2SO4 একটি তীব্র …

CH3COOH অপেক্ষা H2SO4 এর জলীয় দ্রবণ বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে কেন? Read More »

Spread the love

NH4OH অপেক্ষা NaOH এর জলীয় দ্রবণ বেশি পরিমানে বিদ্যুৎ পরিবহন করে কেন?

জলীয় দ্রবণের ক্ষার OH– আয়নের উপস্থিতির জন্য বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে OH– আয়নের পরিমাণ যত বেশি হবে ক্ষার তত বেশি বিদ্যুৎ পরিবহন করবে। NH4OH একটি মৃদু ক্ষার। এটি জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে কম পরিমান OH– আয়ন প্রদান করে। NaOH একটি তীব্র ক্ষার। এটি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়ােজিত হয়ে বেশি পরিমানে OH– আয়ন প্রদান …

NH4OH অপেক্ষা NaOH এর জলীয় দ্রবণ বেশি পরিমানে বিদ্যুৎ পরিবহন করে কেন? Read More »

Spread the love

একটি পরীক্ষার সাহায্যে সবল ও দুর্বল এসিড অথবা সবল ও দুর্বল ক্ষার সনাক্ত করো।

কোন এসিডটি সবল এবং কোন এসিডটি দুর্বল তা একটি পরীক্ষার মাধ্যমে জানা যায়। একটি বিকারে 50 mL লঘু হাইড্রোক্লোরিক এসিড নিয়ে বিকারের মধ্য দুটি গ্রাফাইট দণ্ড এমনভাবে বসাই যাতে তারা একে অপরের সাথে স্পর্শ না করে। এবার একটি গ্রাফাইট দণ্ডকে ১টি তারের সাথে ব্যাটারির এক প্রান্তে এবং অপর গ্রাফাইট দণ্ডকে তারের সাথে বাল্বের মধ্যে দিয়ে …

একটি পরীক্ষার সাহায্যে সবল ও দুর্বল এসিড অথবা সবল ও দুর্বল ক্ষার সনাক্ত করো। Read More »

Spread the love

গাঢ় এসিড ও গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম ব্যাখ্যা করো।

গাঢ় এসিড এবং গাঢ় ক্ষার অত্যন্ত ক্ষয়কারক পদার্থ। এগুলাে কাপড়-চোপড় এবং শরীরে লাগলে ত্বক ও কাপড়কে ক্ষয় করতে পারে। এগুলাে চোখে গেলে চোখ নষ্ট হয়। পানির মধ্যে গাঢ় এসিড বা গাঢ় ক্ষার অল্প অল্প করে যােগ করে তাকে দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করা হয়। যদি অসাবধানতাবশত কোনাে গাঢ় এসিড বা গাঢ় ক্ষার শরীরে লেগে …

গাঢ় এসিড ও গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম ব্যাখ্যা করো। Read More »

Spread the love

CaO কোন ধরনের যৌগ? CaO একটি ক্ষারক। CaO ক্ষার নয় ব্যাখ্যা করো।

ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। কোনাে যৌগের ক্ষার হবার জন্য 2টি শর্ত রয়েছে: (i) যৌগটিতে হাইড্রোক্সাইড (OH–) যৌগমূলক থাকতে হবে এবং (ii) ঐ যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। CaO ক্ষারক, ক্ষার নয় কারণ CaO এ OH– মূলক নাই।  তাছাড়া ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড …

CaO কোন ধরনের যৌগ? CaO একটি ক্ষারক। CaO ক্ষার নয় ব্যাখ্যা করো। Read More »

Spread the love

অ্যামােনিয়া ও লঘু (HCl)হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন?

অ্যামােনিয়া ও লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া: অ্যামােনিয়া ও লঘু HCl এর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে অ্যামােনিয়াম ক্লোরাইড তৈরি হয়। NH4Cl হলাে একটি সাদা বর্ণের গ্যাসীয় পদার্থ। এই সাদা বর্ণের NH4Cl গ্যাসের জন্যই বিক্রিয়ায় সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। NH3 + HCl → NH4Cl (সাদা বর্ণের গ্যাস) Spread the love

Spread the love

অ্যামােনিয়া গ্যাসের জলীয় দ্রবনের প্রকৃতি কেমন? অ্যামােনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হলে কী ঘটে ?

অ্যামােনিয়া গ্যাস হচ্ছে অ্যামােনিয়া অণুর সমষ্টি। অ্যামােনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামােনিয়া গ্যাস ও পানির বিক্রিয়ায় অ্যামােনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামােনিয়ার সামান্য অংশই দ্রবীভূত হয় এবং খুব অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। NH3 + H2O(l) = NH4OH(aq)  NH4OH(aq) + H2O(l) ⇌ NH4+(aq) + OH–(aq) সুতরাং, অ্যামােনিয়া দ্রবণে অ্যামােনিয়া অণু, …

অ্যামােনিয়া গ্যাসের জলীয় দ্রবনের প্রকৃতি কেমন? অ্যামােনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হলে কী ঘটে ? Read More »

Spread the love

NaOH ও NH4OH এর মধ্যে কোনটি দুর্বলক্ষার এবং কেন? ব্যাখ্যা কর।

NaOH ও NH4OH এর মধ্যে কোনটি দুর্বলক্ষার এবং কেন? যে সকল ক্ষার জলীয়  দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাদেকে সবল ক্ষার এবং যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাদেৱকে দুর্বল ক্ষার বলে। NaOH ও NH4OH এর মধ্যে NH4OH দুর্বল ক্ষার । কারণ, NaOH জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও বেশি পরিমান হাইড্রোক্সাইড …

NaOH ও NH4OH এর মধ্যে কোনটি দুর্বলক্ষার এবং কেন? ব্যাখ্যা কর। Read More »

Spread the love

দুর্বল ক্ষার কাকে বলে? দুর্বল ক্ষার কী? দুর্বল ক্ষার বলতে কী বোঝ?

দুর্বল ক্ষার: যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাদেরকে দুর্বল ক্ষার বলে । যেমন : Ca(OH)2, NH4OH ইত্যাদি। Spread the love

Spread the love

ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা কর।

ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা : ক্ষারসমূহে আয়ন উপস্থিত থাকে। তবে কঠিন অবস্থায় এই আয়ন মুক্ত থাকে না। ফলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ক্ষারকে পানিতে দ্রবীভূত করলে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন  (OH–) উৎপন্ন হয় এবং এই আয়ন  ভ্রাম্যমাণ থাকে। ফলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। KOH(s) + …

ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ব্যাখ্যা কর। Read More »

Spread the love

কপার অক্সাইড ক্ষার নয় কেন? কপার অক্সাইডকে ক্ষার বলা হয় না কেন? কপার অক্সাইডকে ক্ষারক বলা হয় কেন?

কপার অক্সাইড ক্ষার নয়: আমরা জানি, ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। এ সকল ক্ষারকের মধ্যে যেগুলাে পানিতে দ্রবীভূত হয় তাহাই ক্ষার। কপার অক্সাইড শুধুমাত্র এসিডকে প্রশমিত করে লবণ ও পানি উৎপন্ন করে কিন্তু ইহা পানিতে দ্রবীভূত হয় না। …

কপার অক্সাইড ক্ষার নয় কেন? কপার অক্সাইডকে ক্ষার বলা হয় না কেন? কপার অক্সাইডকে ক্ষারক বলা হয় কেন? Read More »

Spread the love

Al2O3 একটি উভধর্মী অক্সাইড – ব্যাখ্যা করাে।

আমরা জানি, ধাতুর যে সকল অক্সাইড এসিড বা ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।  Al2O3 এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন, Al2O3 ও H2SO4 বিক্রিয়া করে লবণ Al2(SO4)3 ও পানি উৎপন্ন করে।  Al2O3 + 3H2SO4 → Al2(SO4)3 + 3H2O আবার …

Al2O3 একটি উভধর্মী অক্সাইড – ব্যাখ্যা করাে। Read More »

Spread the love

অ্যামােনিয়া ক্ষারধর্মী-ব্যাখ্যা কর। অ্যামােনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী-ব্যাখ্যা কর

অ্যামােনিয়া ক্ষারধর্মী: আমরা জানি, ধাতু বা ধাতুর মতাে ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় এবং বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন (OH–) উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে । অ্যামােনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। কারণ, (i) অ্যামােনিয়ার জলীয় দ্রবণে বিয়ােজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে যা লাল লিটমাসকে   নীল করে।। NH3 + H2O ⇌ NH4OH NH4OH ⇌ …

অ্যামােনিয়া ক্ষারধর্মী-ব্যাখ্যা কর। অ্যামােনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী-ব্যাখ্যা কর Read More »

Spread the love

অ্যামােনিয়া একটি বিজারক-ব্যাখ্যা কর। অ্যামােনিয়াকে বিজারক বলা হয় কেন? অ্যামােনিয়া বিজারক

অ্যামােনিয়া একটি বিজারক: যে বস্তু অন্য বস্তুকে বিজারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিজারক বলে । অ্যামােনিয়া উত্তপ্ত কপার (II) অক্সাইডকে বিজারিত করে ধাতব কপারে পরিণত করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়।  3CuO + NH3 = 3Cu + 3H2O + N2 সুতরাং, অ্যামােনিয়া একটি বিজারক। Spread the love

Spread the love

অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া ব্যাখ্যা করো।

একটি পাত্রে অ্যামােনিয়াম ক্লোরাইড (NH4Cl) নিয়ে এর মধ্যে ক্ষার (NaOH) যােগ করলে অ্যামােনিয়া গ্যাস (NH3) সােডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ এবং পানি (H2O) উৎপন্ন হয়। NH4Cl + NaOH → NH3 + NaCl + H2O অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে। যেকোনাে অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে NH3 গ্যাস উৎপন্ন করে। যেমন: NH4Cl + …

অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া ব্যাখ্যা করো। Read More »

Spread the love

দ্রবণে Ca2+ আয়নের উপস্থিতি কীভাবে সনাক্ত করবে তা সমীকরণসহ বর্ণনা কর।

ক্যালসিয়াম লবণের জলীয় দ্রবণে সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। অতঃপর অতিরিক্ত পরিমাণ সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে অধঃক্ষেপের বর্ণের কোনাে পরিবর্তন হয় না। এ পরীক্ষা দ্রবণে ক্যালসিয়াম আয়নের উপস্থিতি প্রমাণ করে। CaSO4(aq) + 2NaOH(aq) → Ca(OH)2(s) + Na2SO4(aq) Ca(OH)2(s) + 2NaOH(aq) কোনাে পরিবর্তন হয় না । Spread the love

Spread the love

Zn(NO3) এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: দ্রবণে Zn2+ আয়নের উপস্থিতি কীভাবে সনাক্ত করবে?

একটি টেস্টটিউবে Zn(NO3)2 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে জিংক হাইড্রোক্সাইড [Zn(OH)2] এর সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সােডিয়াম নাইট্রেট NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া: Zn(NO3)2 + 2NaOH → Zn(OH)2↓ + 2NaNO3 এই অধঃক্ষেপে অতিরিক্ত পরিমাণ সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যােগ করলে সােডিয়াম জিংকেটের বর্ণহীন দ্রবণ উৎপন্ন …

Zn(NO3) এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: দ্রবণে Zn2+ আয়নের উপস্থিতি কীভাবে সনাক্ত করবে? Read More »

Spread the love

Cu(NO3)2 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: Cu ++ আয়ন সনাক্তকরণ

একটি টেস্টটিউবে Cu(NO3)2 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে কপার হাইড্রোক্সাইড [Cu(OH)2] এর হালকা নীল বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সােডিয়াম নাইট্রেট NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া: Cu(NO3)2 + 2NaOH → Cu(OH)2↓ + 2NaNO3 Spread the love

Spread the love

ফেরাস নাইট্রেট Fe(NO3)2 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: (আয়রন (II) ও আয়রন (III) লবণের মধ্যে কিভাবে পার্থক্য কররে তা সমীকরণসহ ব্যাখ্যা কর।) ( কীভাবে কোনো দ্রবণে আয়রন আয়ন (Fe+2/Fe+3) সনাক্ত করা যায় )

একটি টেস্টটিউবে Fe(NO3)2 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে ফেরাস হাইড্রোক্সাইড [Fe(OH)2] এর সবুজ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সংশ্লিষ্ট বিক্রিয়া: Fe(NO3)2 + 2NaOH → Fe(OH)2↓ + 2NaNO3 ফেরিক নাইট্রেট Fe(NO3)3 এর সাথে NaOH এর বিক্রিয়া: একটি টেস্টটিউবে Fe(NO3)3 এর দ্রবণ নিয়ে এর মধ্যে …

ফেরাস নাইট্রেট Fe(NO3)2 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: (আয়রন (II) ও আয়রন (III) লবণের মধ্যে কিভাবে পার্থক্য কররে তা সমীকরণসহ ব্যাখ্যা কর।) ( কীভাবে কোনো দ্রবণে আয়রন আয়ন (Fe+2/Fe+3) সনাক্ত করা যায় ) Read More »

Spread the love

Al(NO3)3 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: ( কীভাবে কোনো দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন ( Al+++) সনাক্ত করা যায় )

একটি টেস্টটিউবে Al(NO3)3 এর দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যােগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3] এবং NaNO3 উৎপন্ন হয়। Al(OH)3 জেলীর ন্যায় সাদা বর্ণের অধঃক্ষেপ হিসেবে টেস্টটিউবের নিচে জমা হয় এবং সােডিয়াম নাইট্রেট NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এটি পানিতে কোনাে বর্ণ প্রদান করে না। সংশ্লিষ্ট বিক্রিয়া: 2Al(NO3)3 + 6NaOH → 2Al(OH)3↓ …

Al(NO3)3 এর সাথে লঘু NaOH এর বিক্রিয়া: ( কীভাবে কোনো দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন ( Al+++) সনাক্ত করা যায় ) Read More »

Spread the love

গাঢ় এসিড ও ক্ষারের ক্ষয়কারী ধর্ম ব্যাখ্যা কর।

গাঢ় এসিড অত্যন্ত বিপদজনক কারণ এগুলাে অত্যন্ত ক্ষয়কারক পদার্থ। এগুলাে ধাতু, ত্বক এবং কাপড় ক্ষয় করতে পারে। এসিডের মতাে গাঢ় ক্ষারও ক্ষয়কারী এবং বিপদজনক। সােডিয়াম হাইড্রোক্সাইডকে প্রায়শই কস্টিক সােডা (কস্টিক মানে পােড়ানাে) বলা হয়। এসিডের তুলনায় ক্ষার ত্বক ও চোখের বেশি ক্ষতি করে। Spread the love

Spread the love

এসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লিখ।

এসিড ও ক্ষারের মধ্যকার দুটি পার্থক্য: এসিড ক্ষার এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) দেয়। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন (OH–) দেয়। এসিড নীল লিটমাসকে লাল করে।  ক্ষার লাল লিটমাসকে নীল করে। Spread the love

Spread the love

একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে -ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাস পেপারকে নীল করে।

একটি টেস্টটিউবে সামান্য পরিমাণ লঘু সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিয়ে তাতে লাল লিটমাস কাগজের এক টুকরা যােগ করি। দেখা যাবে, লাল লিটমাস কাগজ নীল বর্ণ ধারণ করেছে। আবার, আরেকটি টেস্টটিউবের মধ্যে সামান্য পরিমাণ NaOH নিয়ে তাতে  নীল লিটমাস কাগজ প্রবেশ করাই । দেখা যাবে  নীল লিটমাস কাগজ নীলই রয়ে গেছে। এই পরীক্ষা থেকে বােঝা যায়, ক্ষার …

একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে -ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাস পেপারকে নীল করে। Read More »

Spread the love

লঘু ক্ষার দ্রবণ কাকে বলে? লঘু ক্ষার দ্রবণ কী? লঘু ক্ষার দ্রবণ বলতে কী বলে?

লঘু ক্ষার দ্রবণ: বেশি পানির মধ্যে কম পরিমাণ ক্ষার যােগ করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে লঘু ক্ষার দ্রবণ বলা হয়। Spread the love

Spread the love

বাসাবাড়িতে ক্ষার জাতীয় কী কী পদার্থ ব্যবহার করা হয়?

বাসাবাড়িতে ব্যবহৃত ক্ষার জাতীয় পদার্থ: বাসাবাড়িতে ক্ষার জাতীয় অনেক পদার্থ ব্যবহার করা হয়। যেমন: টয়লেট পরিষ্কার করার জন্য যে টয়লেট ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে সােডিয়াম হাইড্রোক্সাইড(NaOH) ক্ষার থাকে। কাচ পরিস্কার করার জন্য যে গ্লাস ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে অ্যামােনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার (NH4OH) থাকে। Spread the love

Spread the love