মরিচা কি

মরিচা কী? মরিচা কাকে বলে? মরিচা বলতে কী বোঝ?

মরিচা:

মরিচা হলো আর্দ্র ফেরিক অক্সাইড অর্থাৎ আর্দ্র ফেরিক অক্সাইডকে মরিচা বলে।

মরিচায় পানির অণুর সংখ্যা নির্দিষ্ট নয়। সুতরাং মরিচার রাসায়নিক সংকেত Fe2O3. nH2

এখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি যেকোনাে পূর্ণ সংখ্যা হতে পারে।

মরিচ কি তা আমরা অন্যভাবে বলতে পারি: 

সাধারণত লোহা জাতীয় পর্দাথ বাহিরে মুক্ত বাতাসে অনেক দিন ফেলে রাখলে এটি বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে হালকা বাদামি বর্ণের প্রলেপ বা আস্তরণ পরে। এই আবরণ বা প্রলেপকে মরিচ বলে। এই প্রলেপ বা আস্তরণ রাসায়নিক নাম হাইড্রেটেড আয়রন অক্সাইড বা আর্দ্র ফেরিক অক্সাইড

মরিচ কি? প্রশ্নটির উত্তর ভিন্নভাবেও দেওয়া যায়:

জলীয়বাষ্পের উপস্থিতিতে বিশুদ্ধ লোহা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে মরিচা বলে । মরিচা একটি ঝাঁঝরা জাতীয় পদার্থ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!