অধঃক্ষেপণ বিক্রিয়া:
যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
যেমন: সােডিয়াম ক্লোরাইডের (NaCl) জলীয় দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট (AgNO3) জলীয় দ্রবণ যােগ করলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে, ফলে সিলভার ক্লোরাইড (AgCl) এবং সােডিয়াম নাইট্রেট (NaNO3) উৎপন্ন হয়। পানিতে NaNO3 এর দ্রবণীয়তা বেশি। তাই NaNO3 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু পানিতে AgCl এর দ্রবণীয়তা অত্যন্ত কম বলে তা বিক্রিয়ার পর পাত্রের তলায় অধঃক্ষেপ হিসেবে জমা হয়৷
NaCl(aq) + AgNO3(aq) → AgCl(s)↓ + NaNO3(aq)
সােডিয়াম সালফেট (Na2SO4) দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যােগ করলে বেরিয়াম সালফেট (BaSO4) ও সােডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এক্ষেত্রে বেরিয়াম সালফেট অধঃক্ষিপ্ত হয়। Na2SO4 (aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2NaCl(aq)
উপরের বিক্রিয়া দুটি অধঃক্ষেপণ বিক্রিয়া।
নিচের প্রশ্নের উপর ক্লিক করে উত্তর জেনে নাও।