অসম্পৃক্ত হাইড্রোকার্বন । অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ।

অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন(Unsaturated open Chain Hydrocarbons):

যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন দ্বিবন্ধন বা কার্বন-কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন: ইথাইন (CH=CH), প্রােপিন (CH3-CH=CH2) ইত্যাদি।

অথবা 

যে সকল হাইড্রোকার্বন অণুর কার্বন শিকলে অন্তত দুইটি পাশাপাশি কার্বন পরমাণুর মধ্যে একটি  সিগমা (σ) বন্ধন  এবং একটি বা দুটি পাই ( π) বন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত  হাইড্রোকার্বন বলে।

অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন-কার্বন একক বন্ধনও থাকতে পারে।

Leave a Comment

error: Content is protected !!