অ্যাভােগেড্রোর সংখ্যা কী ?
অ্যাভােগেড্রোর সংখ্যা: কোন পদার্থের এক মোলে (গ্রাম আণবিক ভরে) যতসংখ্যক অণু বা কোন মৌলের এক মোল পরমাণুতে(গ্রাম পারমাণবিক ভরে) যতটি পরমাণু থাকে বা এক মোল আয়নে যতটি আয়ন থাকে তাকে অ্যাভোগেড্রো সংখ্যা বলে। এই সংখ্যাকে অ্যাভােগেড্রোর ধ্ৰুবক ও বলা হয় । একে N বা NA দ্বারা প্রকাশ করা হয়। এর মান 6.023×1023