অ্যামােনিয়ার (NH3)আণবিক ভর নির্ণয়:
কোনাে মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলাে থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যােগ করলে প্রাপ্ত যােগফলই হলাে ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর।
অ্যামােনিয়ার (NH3) এর একটি অণুতে রয়েছে একটি N পরমাণু ও তিনটি H পরমাণু।
N এর আপেক্ষিক পারমাণবিক ভর= 14
H এর আপেক্ষিক পারমাণবিক ভর= 1
অতএব, অ্যামােনিয়ার (NH3) আণবিক ভর = (নাইট্রোজেনের পারমাণবিক ভর×1 + হাইড্রোজেনের পারমাণবিক ভর × 3 ) = (14 × 1) +(1× 3 )= 17