অ্যালকিনকে অলিফিন বলা হয় কারণ
অ্যালকিনের নিম্নতর সদস্যগুলাে (ইথিন, প্রােপিন ইত্যাদি) হ্যালােজেনের (Cl2, Br2) এর সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় অলিফিন বলে।
CH2= CH2 + Cl2 → CH2Cl – CH2Cl
( 1, 2 – ডাই ক্লোরো ইথেন ) বা ইথিলিন ডাই ক্লোরাইড
(Olifin শব্দটি Greek শব্দ Olefiant থেকে এসেছে যার অর্থ oil forming বা তৈল উৎপাদনকারী )