আইসােটোপের শতকরা হার থেকে কীভাবে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়?

আইসােটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ঃ

প্রকৃতিতে বেশির ভাগ মৌলেরই একাধিক আইসােটোপ রয়েছে। তাই যে মৌলের একাধিক আইসােটোপ আছে সেই মৌলের সকল আইসােটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর এর মান নিচের ধাপগুলাে অনুসরণ করে হিসাব করা হয়।

ধাপ 1: প্রথমে কোনাে মৌলের প্রত্যেকটি আইসােটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ঐ আইসােটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে।

ধাপ 2: প্রাপ্ত গুণফলগুলােকে যােগ করতে হবে।

ধাপ 3: প্রাপ্ত যােগফলকে 100 দ্বারা ভাগ করলেই ঐ মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে।

ধরা যাক,  একটি মৌল A এর দুটি আইসােটোপ আছে। একটি আইসােটোপের ভর সংখ্যা p এবং প্রকৃতিতে প্রাপ্ত ঐ আইসােটোপের শতকরা পরিমাণ m, অপর আইসােটোপের ভর সংখ্যা q এবং প্রকৃতিতে প্রাপ্ত ঐ আইসােটোপের শতকরা পরিমাণ n তাহলে

মৌল A এর গড় আপেক্ষিক পরমাণবিক ভর 

=\frac{p \times m + q \times n}{100} = \frac{আইসােটোপের ভর \times আইসােটোপের শতকরা পরিমাণ + আইসােটোপের ভর \times আইসােটোপের শতকরা পরিমাণ}{100}

যেমন: প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসােটোপ আছে 35Cl এবং 37Cl 

প্রকৃতিতে প্রাপ্ত 35Cl এর শতকরা পরিমাণ 75% এবং

প্রকৃতিতে প্রাপ্ত 37Cl  এর শতকরা পরিমাণ 25%

অতএব ক্লোরিনের গড় আপেক্ষিক পরমাণবিক ভর = \frac{35 \times 75+37 \times 25}{100}= 35.5

উল্লেখ্য যে, পর্যায় সারণিতেও ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 লেখা আছে। পর্যায় সারণিতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!