আইসােটোপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করাে।

যে সব একই মৌলের পরমাণুর প্রােটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা  ভিন্ন তাদের পরস্পরকে  আইসােটোপ বলে। যেহেতু আইসােটোপগুলাের প্রােটন সংখ্যা সমান তাই নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ নিউট্রন সংখ্যার ভিন্নতাই  মূলত আইসােটোপ সৃষ্টির কারণ। যেমন:  126C ও  136Cপরস্পরের আইসোটোপ :

এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই বা 6 কিন্তু ভরসংখ্যা যথাক্রমে 12 ও 13 । এর কারণ এদের নিউট্রন সংখ্যা ভিন্ন ।

126C এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা =12-6=6

136C এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা =13-6=7

 

 

Leave a Comment

error: Content is protected !!