আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়:
কোনাে যৌগের আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়। আমরা জানি, গ্লুকোজ এর আণবিক সংকেত = C6H12O6 । মনেকরি , এর স্থূল সংকেত বের করতে হবে।
গ্লুকোজ (C6H12O6) এর একটি অণুতে 6টি C পরমাণু, 12টি H পরমাণু এবং 6টি O পরমাণু আছে।
অতএব, পরমাণুসমূহের অনুপাত C:H:O = 6:12:6 = 1:2:1
সুতরাং গ্লুকোজ এর স্থূল সংকেত C1H2O1 = CH2O
কখনাে কখনাে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়।
যেমন পানির আণবিক সংকেত H2O এর স্থূল সংকেত H2O। সালফিউরিক এসিড এর আণবিক সংকেত H2SO4 এবং এর স্থূল সংকেত H2SO4
কিন্তু যে সকল যৌগের সকল পরমাণুর সংখ্যাকে কোনাে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন হবে। বেনজিনের আণবিক সংকেত C6H6। বেনজিনের কার্বন এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায় অতএব, এর স্থূল সংকেত C1H1 বা CH।
একইভাবে ইথিনের আণবিক সংকেত C2H4 অতএব, এর স্থূল সংকেত C1H2 বা CH2।