দুটি ভিন্ন যৌগের আণবিক সংকেত ভিন্ন হলেও স্থূল সংকেত একই -ব্যাখ্যা কর। দুটি ভিন্ন যৌগের কি একই স্থূল সংকেত থাকতে পারে-উদাহরণসহ ব্যাখ্যা কর। বেনজিন ও অ্যাসিটিলিনের স্থূল সংকেত একই হলেও আণবিক সংকেত ভিন্ন-ব্যাখ্যা কর।

দুটি ভিন্ন যৌগের আণবিক সংকেত ভিন্ন হলেও স্থূল সংকেত একই হতে পারে। যেমন: বেনজিনঅ্যাসিটিলিনের স্থূল সংকেত CH । এক্ষেত্রে বেনজিনের আণবিক সংকেত C6H6 অর্থাৎ এর অণুতে 6 টি কার্বন এবং 6 টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। অপরদিকে অ্যাসিটিলিনের আণবিক সংকেত C2H2 অর্থাৎ এর অণুতে 2 টি কার্বন এবং 2 টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। যেহেতু C6H6 যৌগে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে 6 ও 6। সুতরাং এদের অনুপাত 1:1 । অর্থাৎ C6H6 এর স্থূল সংকেত CH।  আবার যেহেতু C2H2 যৌগে কার্বনহাইড্রোজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে 2 ও 2।  সুতরাং এদের অনুপাত 1:1 । অর্থাৎ C2H2 এর স্থূল সংকেত CH  সুতরাং আমরা বলতে পারি, বেনজিন ও অ্যাসিটিলিন উভয় যৌগেরই পরমাণু সংখ্যার অনুপাত একই তথা স্থূল সংকেত একই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!