দুটি একই রকম রাশি অনুপাত আকারে থাকলে তার কোনাে একক থাকে না। আমরা জানি,
কোনাে মৌলের একটি পরমাণু , কার্বন-12 আইসােটোপের ভরেরঅংশের তুলনায় যতগুণ ভারি তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।
মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর =
যেহেতু কোনাে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলাে দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনাে একক থাকে না।