আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করাে।

আপেক্ষিক পারমাণবিক ভরের ব্যাখ্যা:

কোনাে মৌলের একটি পরমাণুর ভর, একটি কার্বন 12 আইসােটোপের পারমাণবিক ভরের\frac{1}{12}অংশের তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাকে সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। অথবা কোনাে মৌলের একটি পরমাণুর ভর ও একটি কার্বন 12 আইসােটোপের পারমাণবিক ভরের\frac{1}{12}অংশের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

               মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর= \frac{ মৌলের একটি পরমাণুর  ভর} {একটি কার্বন12 আইসােটোপের  পারমাণবিক  ভরের \frac{1}{12} অংশ}

যেমন- Na এর আপেক্ষিক পারমাণবিক ভর 23, এর অর্থ হয় একটি Na পরমাণুর ভর,  কার্বন12 আইসােটোপের ভরের \frac{1}{12} অংশের তুলনায় 23 গুণ ভারী। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!