আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান

গাণিতিক সমস্যা ও সমাধান(আপেক্ষিক পারমাণবিক ভর):

1) 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের একটি পরমাণুর ভর 5.8863×10-23g হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?

উঃ 35.4595(প্রায় )

2) Cl এর আপেক্ষিক পারমাণবিক ভর 35.4595 হলে একটি পরমাণুর ভর কত? উঃ 5.8863×10-23

3) Na এর একটি পরমাণুর ভর 3.82×10-23 g হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?

উঃ 22.98977 বা 23 

4) 23 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের  আপেক্ষিক পারমাণবিক ভর 22.98977 হলে একটি পরমাণুর ভর নির্ণয় করো।

উঃ  3.82×10-23 g

5) কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 39.0983 এবং একটি পরমাণুর ভর 6.49×10-23g  একটি কার্বন 12 আইসােটোপের ভরের  \frac{1}{12}  অংশ বা a.m.u  এর মান কত?  উঃ 1.66×10-24 g

6) K এর আপেক্ষিক পারমাণবিক ভর 39.0983 হলে এর একটি পরমাণুর ভর নির্ণয় করো।  উঃ 6.49×10-23 g

7) 19 প্রোটন বিশিষ্ট মৌলের একটি পরমাণুর ভর 6.49×10-23g এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? উঃ 39.0983

8) 12 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের পারমাণবিক ভর 24.3050  এবং একটি পরমাণুর ভর 4.03463×10-23g  হলে পারমাণবিক ভর একক এর মান কত?

উঃ 1.66×10-24g

9) কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 65.409 এবং একটি পরমাণুর ভর 1.0858×10-22 g  হলে  একটি কার্বন 12 আইসােটোপের একটি পরমাণুর ভর কত? উঃ 1.992×10-23

10) একটি মৌলের নিউট্রন সংখ্যা 8  এবং প্রোটন সংখ্যা  8 । এর অণুর সঠিক সংকেত S8  এবং একটি অণুর ভর 4.25×10-22g  হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?

উঃ 32

11) একটি মৌলের প্রোটন সংখ্যা  8 এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর 16 | মৌলটির একটি পরমাণুর ভর কত?

উঃ 2.6565×10-23

12) একটি মৌলের প্রোটন সংখ্যা  8 এবং একটি পরমাণুর ভর 2.6565×10-23g | মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?

উঃ 16

13) 40 আপেক্ষিক পারমাণবিক ভর  বিশিষ্ট একটি মৌলের একটি পরমাণুর ভর কত?

উঃ 6.65×10-23g

14) 

সংকেত  একটি অণুর ভর 
P4 2.05877×10-22 g

মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর?

উঃ 31

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!