উৎপাদ বা উৎপন্ন পদার্থ:
রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে ।যেমন – হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পানি উৎপন্ন করে ।
2H2 + O2 = 2H2O
এই বিক্রিয়ায় পানি হচ্ছে উৎপাদ।