প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ:
প্রকৃতিতে যদি কোনাে মৌলের দুটি আইসােটোপ থাকে তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ঐ মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা যায়।যেমন:
প্রকৃতিতে কপারের দুটি আইসােটোপ আছে 63Cu এবং 65Cu । কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5।
ধরা যাক, প্রকৃতিতে প্রাপ্ত 63Cu এর শতকরা পরিমাণ x% এবং প্রকৃতিতে প্রাপ্ত 65Cu এর শতকরা পরিমাণ (100 -x)%
এখানে, কপারের গড় আপেক্ষিক পরমাণবিক ভর =\frac{x \times 63+(100-x) \times 65}{100}
বা, 63.5 =\frac{63x+6500-65x}{100}
বা, -2x+6500=100×63.5
বা, -2x=6350-6500
বা, 2x = 150
বা, x =\frac{150}{2} =75
প্রকৃতিতে প্রাপ্ত 63Cu এর শতকরা পরিমাণ = 75 % এবং
প্রকৃতিতে প্রাপ্ত 65cu এর শতকরা পরিমাণ (100-75)% = 25%