কোনাে অণু বা আয়নে কোনো পরমাণুর জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় ?

জারণ সংখ্যা কীভাবে নির্ণয়:

কোনাে অণু বা আয়নে সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা নিচের পদ্ধতিতে নির্ণয় করা যায় :

  1. যৌগ বা আয়নে অবস্থিত যে পরমাণুটির জারণ সংখ্যা বের করতে হবে ধরে নেই তার জারণ সংখ্যা x।
  2. যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে তাদের সমষ্টি করি ।
  3. জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে শূন্য (0) এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্নসহ চার্জ সংখ্যার সমান। এখান থেকে পরমাণুর জারণ সংখ্যা x বের করা যায় ।

যেমন: KMnO4 অণুতে কেন্দ্রীয় পরমাণু Mn এর জারণ মান বের করতে হবে। 

ধরি, KMnO4 অণুতে Mn এর জারণ মান =x, 

                                      K এর জারণ মান= +1 

                                      O এর জারণ মান = -2 

এখন KMnO4 অণুতে সকল মৌলের জারণ সংখাকে তাদের পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে যােগ করি । উক্ত যােগফল হবে KMnO4 এর জারণ সংখ্যার সমান। যেহেতু KMnO4 একটি আধান নিরপেক্ষ অণু  সুতরাং এর আধান শূন্য, কাজেই

                                     (+1)×1 + x×1 + (-2)×4 = 0

                                     বা x = 7

অর্থাৎ Mn এর জারণ সংখ্যা +7

  1. সাধারণত হাইড্রাইড (যেমন:LiH, LiAlH4) ব্যতীত সকল ক্ষেত্রে H এর জারণ সংখ্যা +1)

হাইড্রোজেন পার-অক্সাইড (H2O2), সােডিয়াম পার-অক্সাইড (Na2O2) এ অক্সিজেনের জারণ সংখ্যা -1, সুপার-অক্সাইড যেমন: সােডিয়াম সুপার-অক্সাইড (KO2), পটাশিয়াম সুপার-অক্সাইড (KO2) এ অক্সিজেনের জারণ সংখ্যা – 1/2 হয়। এছাড়া সকল ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা – 2।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!