তাপহারী বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম:
তাপহারী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়কের সাথে যোগ চিহ্ন দ্বারা তাপ লেখা যেতে পারে কিংবা তাপকে ΔH দিয়ে প্রকাশ করা হলে ΔH এর মান ধনাত্মক লেখতে হবে। যেমন-গ্রামে শামুক বা ঝিনুকের খােলস থেকে চুন তৈরি করা হয়। অনেকগুলাে শামুক ঝিনুকের খােলস একসাথে জড়াে করে জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলােকে উত্তপ্ত করা হয়। এতে খােলসগুলাে থেকে চুন তৈরি হয়। আসলে ঝিনুক বা শামুকের খােলসগুলােতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) থাকে।
আগুনের তাপে এ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, সেটি পড়ে থাকে—কার্বন ডাই-অক্সাইড বাতাসের সাথে মিশে যায়।
CaCO3(s) + 176.8 KJ/mol ➡️CaO(s) +CO2(g)
CaCO3(s) + 176.8 KJ/mol ➡️CaO(s) +CO2(g); △H= 176.8 KJ/mol