তাপহারী বিক্রিয়া বা তাপশশোষী বিক্রিয়া কাকে বলে? তাপহারী বিক্রিয়া কী? তাপশশোষী কী?

তাপহারী বিক্রিয়া বা তাপশশোষী বিক্রিয়া:

যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির শােষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশশোষী বিক্রিয়া বলে। উল্লেখিত বিক্রিয়ায় 1 মােল নাইট্রোজেন গ্যাস  ও 1 মােল অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মােল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 kJ তাপ শােষিত হয়। 

N2(g) + O2(g) + 180kJ  ⇄  2NO(g)

অথবা N2(g) + O2(g)  ⇄  2NO(g); △H= + 180kJ

সুতরাং এটি একটি তাপহারী বিক্রিয়া বা  তাপশশোষী বিক্রিয়া ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!