রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ΔH এর মান দুইভাবে হিসাব করা হয়। যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি তবে উৎপাদসমূহের মােট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কসমূহের মােট অভ্যন্তরীণ শক্তি বাদ দিয়ে ΔH এর মান হিসাব করা হয়।
যেমন-যেকোনাে বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মােট অভ্যন্তরীণ শক্তিকে E1 দ্বারা এবং উৎপাদসমূহের মােট অভ্যন্তরীণ শক্তিকে E2 দ্বারা চিহ্নিত করা হলে ঐ বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন।
ΔH = উৎপাদসমূহের মােট অভ্যন্তরীণ শক্তি (E2) – বিক্রিয়কসমূহের মােট অভ্যন্তরীণ শক্তি (E1)
আর যদি বন্ধন শক্তি ব্যবহার করি তবে বিক্রিয়কসমূহের মােট বন্ধন শক্তি থেকে উৎপাদসমূহের মােট বন্ধন শক্তি বাদ দিয়ে ΔH এর মান হিসাব করা হয়।
যেমন-যেকোনাে বিক্রিয়ায় বিক্রিয়কগুলাের মােট বন্ধন শক্তিকে B1 দিয়ে এবং উৎপাদসমূহের মােট বন্ধন শক্তিকে B2 দিয়ে চিহ্নিত করা হলে ঐ বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন:
ΔH = বিক্রিয়কগুলাের মােট বন্ধন শক্তি B1 – উৎপাদগুলাের মােট বন্ধন শক্তি B2
= (বিক্রিয়কগুলাের বন্ধন ভাঙ্গার জন্য দেওয়া মােট বন্ধন শক্তি B1) – (উৎপাদনগুলাের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত হওয়া মােট বন্ধন শক্তি B2)
এই দুইভাবে হিসাব করলেও কোনাে বিক্রিয়ার ΔH এর মান একই হয়।