তাপোৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার নিয়ম কী?

তাপোৎপাদী  বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার ডান পাশে উৎপাদের সাথে যোগ চিহ্ন দ্বারা তাপ লেখা যেতে পারে কিংবা তাপকে ΔH দিয়ে প্রকাশ করা হলে ΔH এর মান ঋণাত্মক লেখতে হবে। যেমন-রান্নার গ্যাসের প্রধান উপাদান হলাে মিথেন (CH4)। এ গ্যাস পােড়ালে প্রতি 1 মােল মিথেন গ্যাস বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড আর পানি উৎপন্ন হয়। সেই সাথে 890 kJ তাপও উৎপন্ন হয়।

CH4(g)  + 2O2(g) →CO2(g) +  2H2O(g) + 890 KJ/mol

বা

CH4(g)  + 2O2(g) →CO2(g) +  2H2O(g); △H=-890KJ/mol

আবার, শুকনা চুন হলাে ক্যালসিয়াম অক্সাইড (CaO)। ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2 উৎপন্ন হয়। সেই সাথে 63.95 kJ/mol তাপ উৎপন্ন হয়। সেজন্যই এ মিশ্রণ গরম হয়ে ওঠে।

CaO(g)   +  2H2O(l) → Ca(OH)2(aq)  + 63.95 KJ/mol

বা 

CaO(g)   +  2H2O(l) → Ca(OH)2(aq) ; △H=-63.95 KJ/mol

 

Leave a Comment

error: Content is protected !!