6429 A এবং 6430B
কোনাে পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন ও প্রােটন সংখ্যার যােগফলকে ঐ পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে। নিউক্লিয়ন সংখ্যা থেকে প্রােটন সংখ্যা বিয়ােগ করলে ঐ পরমাণুর নিউট্রনের সংখ্যা নির্ণয় করা যায়। 6429A পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা = 64 এবং প্রােটন সংখ্যা = 29
অতএব, A এর নিউট্রন সংখ্যা = 64 – 29 = 35
আবার , 6430 B পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা = 64
B এর প্রােটন সংখ্যা = 30
. : B এর নিউট্রন সংখ্যা = 64 – 30 = 34
সুতরাং দেখা যাচ্ছে যে, A এবং B পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা সমান হলেও প্রােটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন।