নির্দেশক কাকে বলে? নির্দেশক কী ? নির্দেশক বলতে কী বোঝ?

নির্দেশক:

যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনাে একটি বস্তু এসিড বা ক্ষার বা নিরপেক্ষ তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বৃলে। যেমন : লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ইউনির্ভাসাল ইনন্ডিকেটর  ইত্যাদি।

Leave a Comment

error: Content is protected !!