পরমাণুর ভর ও পারমাণবিক ভর ভিন্ন:
কোনো পরমাণুর ভর বলতে 1 টি পরমাণুর প্রকৃত ভরকে বুঝায়। যেমন: 1 টি হাইড্রোজেন পরমাণুর ভর 1.673×10-24g। কিন্তু কোনো পরমাণুর পারমাণবিক ভর বলতে ঐ মৌলের একটি পরমাণুর ভর, একটি কার্বন 12 আইসােটোপের পারমাণবিক ভরের\frac{1}{12}অংশের তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাকে বুঝায়।
যেমন:হাইড্রোজেনের পারমাণবিক ভর বা
আপেক্ষিক পারমাণবিক ভর=\frac{হাইড্রোজেনের একটি পরমাণুর ভর}{একটি কার্বন 12 আইসােটোপের পারমাণবিক ভরের \frac{1}{12} অংশ }=\frac{1.673 \times 10^{-24}g }{1.66 \times 10^{-24}g} =1008
পরমাণুর ভরের একক গ্রাম হলেও পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই ।