168X , 178X পরমাণু দুটিকে পরস্পর আইসােটোপ বলা হয়। কারণ
আইসোটোপের সংজ্ঞা থেকে আমরা জানি, যে সকল একই মৌলের পরমাণুর প্রােটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসােটোপ বলে।
প্রদত্ত দুটি একই মৌলের পরমাণু আবার এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই অর্থাৎ 8 কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন।
168X এর ভরসংখ্যা = 16এবং নিউট্রন সংখ্যা =16-8=8
178X এর ভরসংখ্যা = 17এবং নিউট্রন সংখ্যা =17-8=9