পানিযােজন বিক্রিয়া কাকে বলে? হাইড্রেশন বিক্রিয়া বলতে কী বোঝ?

পানিযােজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া:

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো আয়নিক যৌগ কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় তাকে পানিযােজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া বলে।

যেমন : জিঙ্ক সালফেটের সাথে ৭ অণু পানি যুক্ত হয়ে  হেপ্টা হাইড্রেট জিংক সালফেট  বা (সাদা ভিট্রিয়ল ) উৎপন্ন করে।

ZnSO4 + 7H2O  →  ZnSO4.7H2O  (হেপ্টা হাইড্রেট জিংক সালফেট)

ইহা একটি পানিযােজন বিক্রিয়া বা হাইড্রেশন বিক্রিয়া।

আরো উদাহরণ :

বিভিন্ন কেলাসের সংকেতসহ নাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!