প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো কী কী ?

প্রাকৃতিক গ্যাসের উপাদানসমূহ:

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে মিথেন (৪০%)। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন (7%), প্রােপেন (6%), বিউটেন ও আইসােবিউটেন (4%) এবং পেন্টেন (3%) থাকে। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে 99.99% মিথেন থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!