রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ব্যাখ্যা করো। শক্তির রূপান্তর

রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর:

প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। সাধারণত কোনাে কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয় অথবা কোনাে কোনাে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। বিক্রিয়া ঘটাতে যে শক্তি দিতে হয় বা বিক্রিয়া ঘটার ফলে যে শক্তি উৎপন্ন হয় তার বিভিন্ন রূপ হতে পারে। যেমন- তাপশক্তি, আলােক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি।

 

Leave a Comment

error: Content is protected !!