বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব:
সাধারণত তাপমাত্রা বৃদ্ধির করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। বিক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়কগুলাের পরস্পরের মধ্যে ধাক্কা লাগতে হবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়কগুলাের গতি বৃদ্ধি পায়। ফলে তাদের মধ্যে ঘন ঘন ধাক্কা লাগে এবং বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে বিক্রিয়ার হার এতো কম থাকে যে প্রকৃতপক্ষে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না । সাধারণত প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার গতি 2 গুণ বৃদ্ধি পায়।
সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন ও অক্সিজেন কোনো বিক্রিয়া করে না, কিন্তু উচ্চতাপমাত্রায় ( ৩০০০০ সে ) এরা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে ।
N2 (g) + O2(g) → 2NO(g)